কলকাতা, 2 অক্টোবর: রাস্তার ধার থেকে ফুটপাথে বেআইনি হকাররাজ বন্ধ হয়েছিল মাস দুই-তিন আগে ৷ কলকাতা পুলিশ ও কলকাতা পুরনিগমের লাগাতার অভিযানে গড়িয়াহাট থেকে নিউমার্কেটে মুক্ত হয়েছিল রাস্তা, ফুটপাথ দেখেছিল খোলা আকাশ । তবে পুজোর মুখে ফিরেছে সেই পুরনো ছবি । আবার উঠছে ফুটপাথ দখলের অভিযোগ ৷ তাই নতুন করে অভিযানের পরিকল্পনা করছে পুলিশ ও পুরনিগম ৷
অভিযানের এই পরিকল্পনার খবর মিলেছে কলকাতা পুরনিগমের টাউন ভেন্ডিং কমিটি (টিভিসি)-র সূত্র থেকে ৷ পুরনিগমের এক আধিকারিক বলেন, ‘‘সিদ্ধান্ত হয়েছে পুজো মিটলেই বেআইনি দখলদার মুক্ত করতে ফের অভিযানে নামবে কলকাতা কর্পোরেশন ও পুলিশ । এলাকায় এলাকায় ঘুরে বেআইনি দখল মুক্ত করবে ।’’
সম্প্রতি কলকাতা পুরনিগমে এই নিয়ে একটি বৈঠক হয় ৷ সেই বৈঠকে পুরনিগমের সচিব স্বপনকুমার কুণ্ডু, হকার পুনর্বাসন সংক্রান্ত বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার-সহ অন্যরা উপস্থিত ছিলেন । সেখানেই সিদ্ধান্ত হয় পুজোর পরই এই অভিযান হবে৷ সামনেই পুজো । আরজি কর আবহে বাজারে বিক্রির অবস্থা বেশ বেহাল ৷ তাই পুজোর মুখেই মানবিকতার কারণে কঠিন পদক্ষেপের দিকে এগোনো হবে না-বলেই প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে টিভিসি ।