কলকাতা, 16 নভেম্বর: 11 নভেম্বর থেকে গ্রিন লাইন-2 অর্থাৎ, হাওড়া ময়দান ও এসপ্লানেডের মধ্যে কলকাতা মেট্রোর পরিষেবায় সামান্য রদবদল হয়েছে ৷ যার জন্য অধিকাংশ যাত্রীদেরই সমস্যায় পড়তে হচ্ছে ৷ সেই সমস্যা মেটাতে এবার পূর্বমুখী টানেল এসপ্লানেড ও হাওড়া ময়দানের মধ্যে মেট্রো পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷
যেহেতু পশ্চিমমুখী টানেলে পরিষেবা হাওড়া ময়দান ও মহাকরণের মধ্যে পাওয়া যাচ্ছে, তাই কাজের দিনগুলিতে যাত্রীদের সমস্যার মুখে পড়তে হচ্ছে ৷ অধিকাংশ যাত্রীকে পূর্বমুখী টানেল দিয়ে চলা ট্রেনের উপর নির্ভরশীল থাকতে হচ্ছে ৷ ফলে ট্রেনে ভিড় যেমন বাড়ছে, তেমনই বহুযাত্রী সমস্যায় পড়ছেন ৷
তাই পরিস্থিতি স্বাভাবিক করতে পূর্বমুখী টানেলে মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই মুহূর্তে সোমবার থেকে শনিবার পর্যন্ত দু’দিকের টানেল দিয়ে মোট 150টি ট্রেন চালানো হয় ৷ যার মধ্যে 76টি ট্রেন পূর্বমুখী টানেল অর্থাৎ, হাওড়া ময়দান ও এসপ্লানেডের মধ্যে চলে ৷ বাকিগুলি চলে পশ্চিমমুখী টানেল অর্থাৎ, হাওড়া ময়দান ও মহাকরণের মধ্যে ৷
এবার থেকে 150টি ট্রেনের মধ্যে 82টি ট্রেন পূর্বমুখী টানেল অর্থাৎ, হাওড়া ময়দান ও এসপ্লানেডের মধ্য চালানো হবে ৷ আর বাকি ট্রেন পশ্চিমমুখী টানেল অর্থাৎ, হাওড়া ময়দান ও মহাকরণের মধ্যে চলবে ৷ ট্রেনের সংখ্যা বেড়ে যাওয়ায় এবং ভিড় কমাতে সকাল ও সন্ধের ব্যস্ত সময়ে আগামী সোমবার থেকে হাওড়া ময়দান ও এসপ্লানেডের মধ্যে 24 মিনিটের পরিবর্তে প্রতি 20 মিনিটে অন্তর একটি ট্রেন মিলবে ৷
উল্লেখ্য, গ্রিন লাইনে এসপ্লানেড ও শিয়ালদার মাঝের অংশে কাজ চলায়, এই মুহূর্তে একমাত্র পূর্বমুখী টানেল দিয়ে এসপ্লানেড ও হাওড়া ময়দানের মধ্যে মেট্রো যাতায়াত করছে ৷ আর পশ্চিমমুখী টানেলে মহাকরণ ও হাওড়া ময়দানের মধ্যে ট্রেন চলাচল করছে ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন, এসপ্লানেড ও হাওড়া ময়দানের মধ্যে কোনও চেঞ্জার পয়েন্ট না-থাকায়, দু’টি টানেল দিয়েই একটি রেক দু’প্রান্তে চলাচল করে ৷
দিনের প্রথম পরিষেবা
ইস্ট বাউন্ড লাইনে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত যাওয়ার জন্য দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6:55 মিনিটে।