পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মার্চেই কি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন - HC JALPAIGURI CIRCUIT BENCH

সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের কাজ পরিদর্শন সার্কিট বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতি শম্পা সরকারের ৷ মার্চের তৃতীয় সপ্তাহে ফের পরিদর্শন ৷

HC JALPAIGURI CIRCUIT BENCH
মার্চ মাসে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন উদ্বোধনের চেষ্টা ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 26, 2025, 5:24 PM IST

জলপাইগুড়ি, 26 জানুয়ারি: আগামী 31 মার্চের মধ্যে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন উদ্বোধনের চেষ্টা চলছে ৷ শনিবার স্থায়ী ভবনের নির্মাণ কাজ পরিদর্শনের পর এমনটাই জানিয়েছেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতি শম্পা সরকার ৷

সার্কিট বেঞ্চের দুই বিচারপতি জলপাইগুড়ি জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সব দফতরকে নিয়ে পাহাড়পুরে নির্মীয়মাণ সার্কিট বেঞ্চের কাজ পরিদর্শনে যান ৷ সার্কিট বেঞ্চের নির্মীয়মাণ স্থায়ী ভবনে জেলাশাসক শামা পারভিন, জেলার পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে-সহ পূর্ত দফতর, এসজেডিএ ও অন্যান্য দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন হাইকোর্টের দুই বিচারপতি ৷

উল্লেখ্য, বর্তমানে জলপাইগুড়ির স্টেশন রোডে অস্থায়ীভাবে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ চলছে ৷ পাহাড়পুরে স্থায়ী ভবনের কাজ শেষ হয়ে গেলে, পাকাপাকিভাবে সেখানে চলে যাবে পুরো সার্কিট বেঞ্চ ৷

বিচারপতি বিশ্বজিৎ বসু এবং শম্পা সরকার বৈঠক করে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের এবং জেলাশাসককে জানিয়ে দেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম চাইছেন, আগামী 31 মার্চের মধ্যে স্থায়ী ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন সেরে ফেলতে ৷ তারপর আগামী জুন মাস থেকে সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনেই শুনানির কাজ শুরু হতে পারে বলে বিচারপতিরা জানান ৷

পরিদর্শনের পর কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, "মার্চ মাসের মধ্যে স্থায়ী ভবনের কাজ শুরু করার চেষ্টা করছি ৷ স্থায়ী ভবনের নির্মাণ কাজ খুব দ্রুত এগোচ্ছে ৷ আমরা আবার মার্চের তৃতীয় সপ্তাহে পরিদর্শনে আসব ৷ তখনই বিষয়টি আরও পরিষ্কার হবে ৷"

অন্যদিকে বিচারপতি শম্পা সরকার উদ্বোধনের দিন নিয়ে এখনই কিছু বলতে চাননি ৷ তিনি বলেন, "চলতি আর্থিক বছরের মধ্যে কাজ শেষ করানোর চেষ্টা করছি ৷ উদ্বোধন কবে হবে সেটাই এখনই বলতে পারছি না ৷ কারণ, উদ্বোধনের অনেক ফরমালিটি থাকে ৷ উদ্বোধনের দিনক্ষণ স্থির করতে অনেক সময় লাগবে ৷"

ABOUT THE AUTHOR

...view details