পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অনশনের দ্বাদশতম দিনেও মনোবল অটুট, তুমুল বৃষ্টিতে ভিজেই বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের - JUNIOR DOCTORS HUNGER STRIKE

তুমুল বৃষ্টি কিছুটা সমস্যায় ফেললেও মনোবলে এতটুকু চিড় ধরাতে পারেনি অনশনকারী ও আন্দোলনকারীদের ৷ অনশনের দ্বাদশতম দিনে বৃষ্টিতে ভিজেই চলছে বিক্ষোভ ৷

ETV BHARAT
প্রবল বৃষ্টিতে ভিজেই চলছে বিক্ষোভ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2024, 6:15 PM IST

Updated : Oct 16, 2024, 7:12 PM IST

কলকাতা, 16 অক্টোবর:শহরজুড়ে আকাশ কালো করে নেমেছে মুষলধারে বৃষ্টি ৷ সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া ৷ এতেই লণ্ডভণ্ড পরিস্থিতি ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনমঞ্চের ৷ ত্রিপল ছিঁড়ে অনশনকারীদের গায়ে এসে পড়ছে বৃষ্টির জল ৷ তা মেরামত করা শুরু হয়েছে ৷ এর মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ ৷ এমনিতেই অনশনের দ্বাদশতম দিনে শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে অনশনকারীদের ৷ তার উপর এই ঝড়বৃষ্টিতে তাঁদের সমস্যা আরও বেড়েছে ৷ তবে মনোবলে এতটুকু চিড় ধরেনি ৷ বৃষ্টির মধ্যেই স্লোগান তুলে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা ৷

অনশনকারীরা ধর্মতলায় ত্রিপল খাটিয়ে অস্থায়ীভাবে থাকছেন ৷ তাঁদের ঘিরে সারা দিনরাত সেখানেই পড়ে রয়েছেন আন্দোলনকারী অন্যান্য জুনিয়র ডাক্তাররা ৷ বিভিন্ন সময়ে অনশনমঞ্চে এসে তাঁদের সঙ্গে দেখা করছেন নানা বিশিষ্ট ব্যক্তিবর্গ ৷ আজ সঙ্গীতশিল্পী মৌসুমি ভৌমিককে আবারও দেখা যায় সেখানে ৷

অনশনের দ্বাদশতম দিনেও মনোবল অটুট (নিজস্ব ভিডিয়ো)

12 দিন ধরে অনশন চালিয়ে যাওয়ায় শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছেন অনশনকারীরা ৷ কয়েকজনকে হাসপাতালেও ভর্তি করতে হয়েছে ৷ তবে তাঁদের মনোবল এখনও অটুট ৷ এক আন্দোলনকারী বলেন, "12 দিন ধরে আমাদের ছেলেমেয়েরা না-খেয়ে আছে ৷ তবে মানুষ যে শক্তি জোগাচ্ছে, তা দেখে তাঁদের মনোবল আরও বেড়ে গিয়েছে ৷ আমরা রাজনীতি বুঝি না ৷ আমরা শুধু চাই যাতে আর একটা অভয়া না-হোক ৷ সবাই ঠিকমতো স্বাস্থ্য পরিষেবা পান সেটুকুই চাই আমরা ৷"

আন্দোলনকারীদের পাশে নাগরিক সমাজ (নিজস্ব চিত্র)
ধর্মতলার অনশনমঞ্চ (নিজস্ব চিত্র)

এরই মধ্যে বিকেল গড়াতেই এদিন আকাশ কালো করে আসে ৷ মেঘ ডাকতে শুরু করে ৷ সঙ্গে বইতে থাকে দমকা হাওয়া ৷ এরপরই মুষলধারে বৃষ্টি নামে ৷ অঝোড়ে বৃষ্টিতে ত্রিপল ছিঁড়ে জল গড়িয়ে পড়ে অনশনকারীদের গায়ে ৷ তড়িঘড়ি ত্রিপল সারানোর কাজ শুরু করেন আন্দোলনকারীরা ৷ এদিকে, বৃষ্টির জলে শট সার্কিট যাতে না-হয়, সেজন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় ৷ নিভে যায় আলো, বন্ধ করা হয় পাখা ৷ তবে অন্ধকারের মাঝেই চলতে থাকে বিক্ষোভ ৷ বৃষ্টিতে ভিজেই আরও চড়া হয় স্লোগানের সুর, 'উই ওয়ান্ট জাস্টিস' ৷

চলছে মঞ্চ মেরামতির কাজ (নিজস্ব চিত্র)
স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা (নিজস্ব চিত্র)
Last Updated : Oct 16, 2024, 7:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details