পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উচ্চশিক্ষার জন্য কোন দেশে যাবেন, কী পড়বেন? খোঁজ দিচ্ছে গ্লোবাল স্কলাস্টিকস

পেশাগত শিক্ষা অর্জনে সাহায্য করতে এগিয়ে এল সংস্থাটি ৷ চাকরির বাজারে প্রতিযোগিতায় পড়ুয়াদের সাবলম্বি করে তোলাই লক্ষ গ্লোবাল স্কলাস্টিকসের ৷

GLOBAL SCHOLASTICS
পেশাগত শিক্ষা অর্জনে সাহায্য করতে এগিয়ে এল গ্লোবাল স্কলাস্টিকস ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2024, 10:36 PM IST

কলকাতা, 10 নভেম্বর: স্নাতক এবং স্নাতকোত্তর পাশের পর, অনেকেই ভিন দেশে গিয়ে পেশাগত শিক্ষা অর্জনের চেষ্টা করে থাকেন ৷ তবে, ঠিক কোন বিষয় নিয়ে, কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে ভালো হয়, কোথায় মেধাবৃত্তি পাওয়া যাবে, কোথায় থাকবেন- সে সব বুঝে উঠতে পারেন না অনেকেই ৷ উচ্চশিক্ষার এই সব জটিলতা কাটিয়ে বিদেশ যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রয়োজনীয় সাহায্য করতে এগিয়ে এল গ্লোবাল স্কলাস্টিকস নামের একটি সংস্থা ৷

গ্লোবাল স্কলাস্টিকস সংস্থা এবার কাজ শুরু করেছে কলকাতায় ৷ এই সংস্থা দীর্ঘদিন ধরে কেরিয়ার অ্যাডভাইসের কাজ করে চলেছে বিশ্বের বিভিন্ন দেশে ৷ বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনার স্বপ্নপূরণ করে চলেছে সংস্থাটি ৷

পেশাগত শিক্ষা অর্জনে সাহায্য করতে এগিয়ে এল গ্লোবাল স্কলাস্টিকস ৷ (ইটিভি ভারত)

সংস্থার তরফে দেবাশিস চক্রবর্তী দাবি করলেন, "আন্তর্জাতিক শিক্ষার জন্য ভারতীয় শিক্ষার্থীদের একাধিক চ্যালেঞ্জ ও আকাঙ্খা রয়েছে ৷ শিক্ষার্থীদের নিখুঁত করে তোলার কাজটাই এখানে করা হয় ৷ মূলত তিনটি বিষয় কাজ করা হবে-বিদেশে পড়াশোনার গাইড, কর্পোরেট প্রশিক্ষণ ও স্কুল শেষ করা পড়ুয়াদের গাইড করা ৷ বিদেশে কাজ করার ক্ষেত্রে এতে সুবিধা হয় ৷ সেখানে কাজের জন্য যে দক্ষতা প্রয়োজন, সেই মতো পুঁথিগত বিদ্যা ছাড়াও অন্যান্য বিষয়গুলি নিয়ে গাইড করা হবে ৷ বিদেশে কোথায় পড়বেন, কীভাবে থাকবেন, কথায় যাবেন, চাকরি প্রার্থীদের জন্য এইসব নিয়ে বিশেষ প্রোগ্রাম করছে গ্লোবাল স্কলাস্টিকস ৷ স্কুল শেষ বা স্নাতক হওয়ার পরে কর্পোরেট প্রশিক্ষণের প্রোগ্রামের মাধ্যমে সেরা ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরাই কাজ তাদের ৷"

তাঁর কথায়, "ফিনিশিং স্কুল প্রোগ্রাম, বিদেশে চাকরির বাজারে শিক্ষার্থীদের সাহায্য করবে ৷ সেখানে চাকরি করার জন্য মার্কেটিং দক্ষতা তৈরিতেও সাহায্য করা হবে ৷ কর্পোরেট প্রশিক্ষণ প্রোগ্রাম নতুনদের দক্ষতা বাড়াবে ৷ ডাটা বিশ্লেষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, বিগ ডেটা, ডিজিটাল সম্পদ, অর্থ, যোগাযোগ-সহ নানা ক্ষেত্রে সাহায্য করবে আমাদের প্রোগ্রাম ৷"

ABOUT THE AUTHOR

...view details