ডায়মন্ড হারবার, 1 অগস্ট:মৎস্যপ্রেমীদের জন্য সুখবর ৷ রবিবারের ছুটির আমেজ ইলিশ না-হলে সম্পূর্ণ হয় না ৷ কিন্তু প্রতিদিন বাজার গিয়েও দেখা পাওয়া যাচ্ছিল না ইলিশের ৷ তাই বিরক্ত হয়ে ব্যর্থ মনে ফিরে আসতে হচ্ছিল বাজার থেকে ৷ এবার তাঁদের জন্য এল সেই কাঙ্ঘিত খবর ৷ বুধবার 25 টন ইলিশ নিয়ে ফিরল মৎস্যজীবীদের ট্রলার ৷ মনে করা হচ্ছে, এবার বাজারে দেখা মিলবে বাঙালির প্রিয় ইলিশের ৷
মরশুম শুরুর দিকে খুব বেশি ইলিশের দেখা মেলেনি। এর ফলে মৎস্যজীবীরা হতাশ হয়ে পড়েছিলেন। কার্যত মাথায় হাত পড়ে গিয়েছিল বহু মৎস্যজীবী ও ট্রলার মালিকের। চাহিদা থাকলেও পরিমাণ মতো ইলিশের যোগান দিতে পারছিলেন না মৎস্যজীবীরা। বুধবার টন টন ইলিশ নিয়ে ডায়মন্ড হারবারে ফিরল মৎস্যজীবীদের ট্রলার। প্রায় 25 টন ইলিশ এসেছে ৷ এই বিপুল পরিমাণে ইলিশ নিয়ে বন্দরে মৎস্যজীবী ট্রলারগুলি ঢোকার পর 'রূপোলি শস্যের' দাম কমতে পারে বলে মনে করছেন অনেকে ৷