পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অন্তঃসত্ত্বা যুবতীর গর্ভপাতে কেন তড়িঘড়ি ? হাইকোর্টে ব্যাখ্যা দিলেন চিকিৎসকরা - কলকাতা হাইকোর্ট

Calcutta High Court: অন্তঃসত্ত্বা যুবতীর গর্ভপাতে কেন তড়িঘড়ি করা হল ? কলকাতা হাইকোর্টের বিচারপতির এই প্রশ্নের জবাব দিলেন বাঙুর হাসপাতালের চিকিৎসকরা ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2024, 12:50 PM IST

Updated : Feb 9, 2024, 1:33 PM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি: অন্তঃসত্ত্বা যুবতীর গর্ভপাতের জন্য মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য । কিন্তু সেই নির্দেশ না মেনেই তড়িঘড়ি কেন গর্ভপাত করানো হল ? চিকিৎসকদের থেকে এ কথা জানতে চেয়েছিলেন বিচারপতি । কলকাতার বাঙুর হাসপাতালের চিকিৎসকরা এই বিষয়ে শুক্রবার আদালতে জানালেন, কেন তাঁরা দ্রুত গর্ভপাত করাতে বাধ্য হয়েছিলেন ।

এ দিন চিকিৎসকরা রিপোর্ট দিয়ে জানিয়েছেন, মেডিক্যাল বোর্ড গঠন করে তার পর সেই রিপোর্ট দেখে যুবতীর গর্ভপাত করাতে গেলে অনেক দেরি হয়ে যেত । যে পরিমাণ ব্লিডিং হচ্ছিল, তাতে তাঁকে বাঁচানো যেত না । বিচারপতি চিকিৎসকদের এই রিপোর্ট দেখে জানান, "চিকিৎসকরা আপৎকালীন পরিস্থিতিতে যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা সঠিক । এই মামলার যে উদ্দেশ্য তা পূরণ হয়েছে । চিকিৎসকরা কোনও ভুল করেননি । তাই মামলার নিস্পত্তি করে দেওয়া হচ্ছে ।"

গর্ভপাত করাতে চেয়ে প্রথমে নিম্ন আদালতে আবেদন করেছিলেন ওই যুবতী । কিন্তু ম্যাজিস্ট্রেটের হাতে ক্ষমতা না থাকায় তিনি উচ্চ আদালতে আবেদন জানাতে নির্দেশ দেন ৷ এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন 23 সপ্তাহের অন্তঃসত্ত্বা ৷ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চে শুনানি হয় মামলাটির । আদালত তাঁর আবেদনের প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষকে দুই সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করতে নির্দেশ দেয় । বিচারপতি তাঁর নির্দেশে বলেন, মেডিক্যাল বোর্ড যুবতীর স্বাস্থ্যপরীক্ষা করে গর্ভপাত করা যাবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে । 48 ঘণ্টার মধ্যে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিল আদালত । সেই বোর্ডের রিপোর্ট আদালতে জমা দেওয়ার কথা ছিল । কিন্তু তড়িঘড়ি গর্ভপাত করাতে হয় ওই যুবতীর । এতেই ক্ষুব্ধ বিচারপতি আদালতের নির্দেশ কেন মানা হয়নি তা জানতে চেয়ে রিপোর্ট তলব করেছিলেন ।

আদালত সুত্রে জানা যাচ্ছে, 2018 সালে মেয়েটির সঙ্গে একটি যুবকের পরিচয় হয় । পরিচয়ের পরই তাঁরা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে যায় কিছুদিনের মধ্যে । কিছুদিনের মধ্যেই তাঁরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ৷ ছেলেটি যুবতীকে বিয়ের প্রস্তাব দিলে এবং তরুণী তাতে সম্মতিও দিয়েছিলেন 2023 সালের 28 জুলাই । তারপর থেকে লাগাতার তাঁরা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন ৷ ফলস্বরূপ ওই যুবতীণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন । কিন্তু তারপরেই ছেলেটি তরুণীর সঙ্গে সমস্ত সম্পর্ক অস্বীকার করেন এবং বিয়ে করতে অস্বীকার করেন বলে অভিযোগ ।

এই বিষয়ে মামলাকারীর আইনজীবী গৌতম দে জানিয়েছিলেন, কলকাতার গল্ফগ্রিন এলাকার 27 বছরের ওই যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে এলাকারই ওই যুবক । 21 সপ্তাহের মাথায় চলতি বছরের গত 18 জানুয়ারি যুবতী জানতে পারেন যে তিনি গর্ভবতী ।

আরও পড়ুন:

  1. বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, 23 সপ্তাহের অন্তঃসত্ত্বা যুবতির গর্ভপাতের নির্দেশ হাইকোর্টের
  2. 28 হাজার নাবালিকা অন্তঃসত্ত্বা এক বছরে, উদ্বেগের রিপোর্ট দক্ষিণের এই রাজ্যে
  3. বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে অস্বীকার! গ্রেফতার যুবক
Last Updated : Feb 9, 2024, 1:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details