পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এসএসকেএমে প্রাণ গেল আরও 1জনের, গার্ডেনরিচ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 13 - Garden Reach building collapse

Garden Reach Tragedy: গার্ডেনরিচের ঘটনায় হাসপাতালে ভরতি আরও এক স্থানীয় বাসিন্দার মৃত্যু হল ৷ এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 13 ৷

Etv Bharat
গার্ডেনরিচ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 13

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 10:45 PM IST

কলকাতা, 2 এপ্রিল: গার্ডেনরিচের নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার দুর্ঘটনায় মৃত আরও এক। মৃতের নাম মইনুল হক। বয়স 23 বছর। গুরুতর আহত অবস্থায় এসএসকেএমে ভরতি করা হয়েছিল মইনুলকে। অস্ত্রোপচারও করা হয় তাঁর। তবে শেষ রক্ষা হল না ৷ মঙ্গলবার দুপুরে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। বাড়ি ভেঙে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 13।

ঘটনার পরের দিনই হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছিলেন, মইনুলের পা বাদ দিতে হয়নি। অস্ত্রোপচার ভালো হয়েছে। ভালো আছেন। তবে সাময়িকভাবে ভালো থাকলেও আসতে আসতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। অবশেষে হাসপাতালে ভর্তির 15 দিনের মাথায় মৃত্যু হয় ওই ব্যক্তির। বর্তমানে এসএসকেএমের ট্রমাকেয়ারে চিকিৎসা চলছে আরও দুজনের। অপরদিকে গার্ডেনরিচের স্থানীয় বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন 6 জন।

প্রসঙ্গত গত 17 মার্চ মানে রবিবার রাত বারোটার সময় গার্ডেনরিচের একটি নির্মীয়মান বহুতল বাড়ি ভেঙে পড়ে। ঘটনার কিছু সময় পর থেকেই শুরু হয় উদ্ধারকার্য। বহু মানুষকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছিলেন। তৎক্ষণাৎ তাঁদের গার্ডেনরিচের এক বেসরকারি স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়। অপরটিকে যাদের অবস্থা আশঙ্কাজনক থাকে তাদের স্থানান্তরিত করা হয়েছিল এসএসকেএম হাসপাতালের ট্রমাকেয়ার বিভাগে। সেখানে প্রথমে ভরতি করা হয়েছিল তিনজনকেষ পরে নিয়ে আসা হয়েছিল আরও এক মহিলাকে। ওই তিনজনের মধ্যে একজনের পা আরেকজনের কোমরের নিচের অংশে এবং আরও একজনের শিরদাঁড়ায় আঘাত ছিল। মইনুল হকের আঘাত লেগেছিল পায়ে। শেষমেশ তাঁর প্রাণ গেল।

ABOUT THE AUTHOR

...view details