পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তুমুল বিক্ষোভের চাপে পদত্যাগ উত্তরবঙ্গ মেডিক্যালের ডিন ও অ্যাসিস্ট্যান্ট ডিনের - North Bengal Medical College

North Bengal Medical College and Hospital: উত্তরবঙ্গ লবিতে থাকার অভিযোগ ৷ তুমুল বিক্ষোভের চাপে বুধবার রাতে পদত্যাগ করলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত এবং অ্যাসিস্ট্যান্ট ডিন সুদীপ্ত শীল ৷

North Bengal Medical College
পদত্যাগ উত্তরবঙ্গ মেডিক্যালের ডিন ও অ্যাসিস্ট্যান্ট ডিনের (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2024, 12:50 PM IST

Updated : Sep 5, 2024, 1:24 PM IST

শিলিগুড়ি, 5 সেপ্টেম্বর: তুমুল বিক্ষোভের মুখে পড়ে অবশেষে পদত্যাগ করলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত এবং অ্যাসিস্ট্যান্ট ডিন সুদীপ্ত শীল । সন্দীপ সেনগুপ্ত বলেন, "আমি কোনও দাবির কাছে নতি স্বীকার করে নয়, কোনও শর্তে নয়, ছাত্রদের দাবিকে মাথায় রেখে পদত্যাগ করলাম । আমি অ্যাসিস্ট্যান্ট ডিন ও ডিন থাকাকালীন কোনও দিন অন্যায়ের সঙ্গে আপোস করিনি ৷ আর ভবিষ্যতেও করব না ।"

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের প্রাক্তন ডিন সন্দীপ সেনগুপ্ত (ইটিভি ভারত)

সন্দীপ সেনগুপ্ত 2015-16 সাল থেকে 2018 সাল পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট ডিন ছিলেন ৷ 2018 সাল থেকে ডিন হিসেবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিযুক্ত ছিলেন । আরজি করের ঘটনার রেশ হিসেবে উত্তরবঙ্গ লবির সক্রিয়তা, প্রভাবশালী শাসকদলের চিকিৎসক নেতা অভিক দে-সহ উত্তরবঙ্গ লবির নেতাদের বিভিন্ন চিকিৎসক, অধ্যাপক ও পড়ুয়াদের আন্দোলন প্রত্যাহারের হুমকি, পরীক্ষার সময় টাকার বদলে টুকলির অনুমতি, দুর্নীতি ছাড়াও একাধিক দাবিতে বুধবার দুপুর থেকে আন্দোলন শুরু হয় । ওইসব অভিযোগ তুলে মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা, ডিন সন্দীপ সেনগুপ্ত-সহ বেশ কয়েকজনকে ঘেরাও করে বিক্ষোভ দেখান হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন, হাউজ স্টাফ, জুনিয়র ডাক্তার ও চিকিৎসকরা ।

বিক্ষোভের মুখে পড়তে হয় হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেবকেও । তিনি বের হতেই অধ্যক্ষের ঘরে ঢোকেন ডিন সন্দীপ সেনগুপ্ত । আর তারপর তাঁকে ঘিরে শুরু হয় বিক্ষোভ । দাবি ওঠে তাঁর পদত্যাগের । প্রথমে পদত্যাগ করতে না-চাইলেও টানা প্রায় ছয় থেকে সাত ঘণ্টা তাঁকে আটকে রেখে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা । শেষমেষ রাতে চাপের মুখে পড়ে ডিন সন্দীপ সেনগুপ্ত ও অ্যাসিস্ট্যান্ট ডিন সুদীপ্ত শীল পদত্যাগ করেন । ডিন ও অ্যাসিস্ট্যান্ট ডিন পদত্যাগ করার পরে বিক্ষোভ তোলেন আন্দোলনকারীরা ।

Last Updated : Sep 5, 2024, 1:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details