দিনহাটা, 20 মার্চ: তৃণমূলের ডাকা বনধে কার্যত বিপর্যস্ত দিনহাটার জনজীবন । বুধবার সকাল থেকে এলাকায় চলেনি কোনও গাড়ি ৷ দোকানপাটও বন্ধ । রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে চলেছে পুলিশি টহল। গাড়ি চালাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা । পরিস্থিতি খতিয়ে দেখেতে আজই দিনহাটা যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷
মঙ্গলবার রাতে কোচবিহারের দিনহাটায় তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় ৷ রাস্তায় নেমে হাতাহাতি করতে দেখা যায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে মাথা ফেটে যায় দিনহাটার এসডিপিও ধীমান মিত্রের ৷ সেই ঘটনায় মঙ্গালবার রাতেই নবান্ন ও ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়ের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল ৷ এলাকার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে দিনহাটা যাচ্ছেন রাজ্যপাল ৷
এ প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, "কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের নেতৃত্বে মঙ্গলবার রাতে পরিকল্পনা করে যে হামলা চালানো হয়েছে ৷ দিনহাটাকে অশান্ত করা হয়েছে ৷ সেই ঘটনার প্রতিবাদে আজ দিনহাটা বনধ ডাক দেওয়া হয়েছে।"
মঙ্গলবার রাতে ঠিক কী ঘটেছিল ?
কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কনভয় ভোট প্রচার করে নিগমনগর থেকে ফিরছিলেন ৷ সেই সেসময় দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরীর বাড়ির সামনে সাহেবগঞ্জ রোড মন্ত্রী উদয়ন গুহর জন্মদিন পালন করছিলেন দলীয় সমর্থকরা ৷ তৃণমূলের অভিযোগ, হঠাৎই নিশীথ প্রামাণিকের কনভয় থেকে নেমে কেন্দ্রীয় জওয়ানরা তৃণমূলের কর্মীদের লাঠিচার্জ করে। রাজ্য পুলিশের এক আধিকারিককেও মারধর করে । ঘটনায় মাথা ফেটে গিয়েছে এসডিপিও ধীমান মিত্রের ৷ এরপরই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কর্মীরা প্রতিরোধ করতে যান ৷ তখনই রাজ্যের মন্ত্রী ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। কেন্দ্রীয় জওয়ান ও রাজ্য পুলিশের মধ্যেও ধস্তাধস্তি শুরু হয়ে যায় । এই ঘটনা ঘিরেই উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় ৷
এই হামলার ঘটনায় তৃণমুল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে পালটা অভিযোগ করেছে । মন্ত্রী উদয়ন গুহের অভিযোগ, জন্মদিন পালন করে বাড়ি ফিরছিলাম ৷ সে সময় নিশীথের কনভয় হঠাৎই থামে যায় ৷ সেখান থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নেমে তৃণমূল কর্মী ও দিনহাটা থানার আধিকারিকদের মারধর শুরু করেন। তির ও পাথরও ছোঁড়ে। অপরদিকে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, "ভোটপ্রচার থেকে ফিরছিলাম। সেসময় তৃণমূল হামলা চালায় । আমার গাড়ি লক্ষ্য করেও পাথর ছোঁড়া হয় । এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি ৷"
আরও পড়ুন:
- নিশীথ-উদয়নের 'সংঘর্ষ', রণক্ষেত্র দিনহাটায় মাথা ফাটল এসডিপিও'র
- নিশীথ-উদয়ন সংঘর্ষ! রাজ্যের কাছে রিপোর্ট চাইলেন রাজ্যপাল
- তেইশের রামনবমীতে শিবপুরে অশান্তি! 11 জনকে গ্রেফতার করল এনআইএ