পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি কর আন্দোলনকে ভাঙতে নর্দমার রাজনীতি করছে তৃণমূল-বিজেপি, দাবি সেলিমের - RG Kar Doctor Rape and Murder

Mohammed Salim: "সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আন্দোলনকে ভাঙার জন্য তৃণমূল-বিজেপি নর্দমার রাজনীতি করছে।" সোমবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে ধর্ষণের হুমকিরও তীব্র নিন্দা জানান তিনি ৷

CPIM Leader Mohammed Salim
সিপিএম নেতা মহম্মদ সেলিম (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2024, 10:50 PM IST

কলকাতা, 26 অগস্ট: আরজি কর-কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। মঙ্গলবার 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে। তবে এই আহ্বান নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে। এই অবস্থায় সোমবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বলেন, "আরজি কর আন্দোলনকে ভাঙতে নর্দমার রাজনীতি করছে তৃণমূল-বিজেপি ৷"

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (ইটিভি ভারত)

এর পাশাপাশি তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে ধর্ষণের হুমকির তীব্র নিন্দা জানান ৷ বলেন, "ধর্ষণ বিরোধী আন্দোলন থেকে এ ধরনের হুমকি কাম্য নয়। যে বা যাঁরা এধরনের হুমকি দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। তীব্র নিন্দা জানাই।"

তিনি আরও বলেন, "কিন্তু, ওই ধরনের অভিযোগে আগে পুলিশকে তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। তৃণমূল তা না-করে টুইট করে বলছেন নর্দমার রাজনীতি। নর্দমার রাজনীতি তো ওরাই করছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আন্দোলনকে ভাঙার জন্য তৃণমূল-বিজেপি নর্দমা রাজনীতি করছে।"

আরজিকরের সেমিনার রুমের ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, "প্রথমদিন থেকেই এই প্রশ্ন উঠছে। আরজি কর কাণ্ডের নির্যাতিতার বাবা, মা অপেক্ষা করছিলেন। কিন্তু মেয়ের কাছে যেতে দেওয়া হয়নি। আমরা প্রথমদিন থেকেই বলছিলাম ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে । সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ময়নাতদন্ত যাতে যথাযথ হয় তার জন্য শিয়ালদা কোর্টে যেতে হয়েছিল। এই সন্দীপ ঘোষ পোস্টমর্টেম নিয়ে মাতব্বরি করেছেন।"

তিনি আরও বলেন, "তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে পাঠানো হয়। তাড়া খেয়েছেন। বোঝা যাচ্ছে স্বাস্থ্য দফতরের যোগ আছে। এই দফতর স্বাস্থ্যমন্ত্রী চালান না। মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ ব্যক্তিরা চালান। এই ধরনের ঘটনা ঘটলে স্নিফার ডগ নিয়ে যায় পুলিশ। বাড়িতে খবর দিতে হয়। আর এখানে বাড়িতে দেরিতে খবর দেওয়া হয়েছে। যাঁদের ওই ভিডিয়োতে দেখা গিয়েছে তাঁদের প্রত্যেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক।"

পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আগামিকালের নবান্ন অভিযান প্রসঙ্গে সেলিমের বক্তব্য, "কবে এই প্লাটফর্মের নাম শোনা গিয়েছে? ভুঁইফোড় নাম। এতদিন কোথায় ছিল তারা? কোথায় ছিল ছাত্র সমাজ? লাশ খোঁজার আগে পর্যন্ত তাঁরা কোথায় ছিল? কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আগে কেন সরব হলেন না? বিজেপির সংসদীয় টিম এসেছে? কেন্দ্রীয় টিম এসেছে? বিভিন্ন পেশার মানুষ আন্দোলনে নেমেছেন। সাধারণত কোনও মিটিং মিছিলে যাঁরা যান না, তাঁরাও পথে নামছেন। "

ABOUT THE AUTHOR

...view details