পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর ছবি হাতে দাঁড়িয়ে খুদে, ইচ্ছেপূরণ করলেন মমতা - MAMATA BANERJEE AUTOGRAPH

মনে মনে অটোগ্রাফ নেওয়ার ইচ্ছে ৷ মুখ্যমন্ত্রী আসছেন শুনে তাই বাবার দোকানের সামনে দাঁড়িয়ে পড়েছিল ছোট্ট অর্পণ ৷ থামল মমতার গাড়ি ৷ তারপর ...

Mamata Banerjee at Hasimara
বাবার সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে অর্পণ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 21, 2025, 8:54 PM IST

আলিপুরদুয়ার, 21 জানুয়ারি:মুখ্যমন্ত্রী আসছেন শুনে মঙ্গলবার বাবার দোকানের সামনে রাস্তায় দাঁড়িয়েছিল তৃতীয় শ্রেণির ছাত্র অর্পণ ৷ হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর মনে তাঁর অটোগ্রাফ নেওয়ার ইচ্ছে ৷ অপেক্ষা করতে করতেই দূরে দেখল সাদা গাড়িটা আসছে ৷ পিছনে আরও অনেক গাড়ি ৷ এদিকে পুলিশও ততক্ষণে রাস্তার ধার থেকে ভিড় সরিয়ে দিচ্ছে ৷ খুদে মন তখনও জানে না তার ইচ্ছেটা এভাবে পূরণ হয়ে যাবে ৷

এক সময় অপেক্ষার অবসান ঘটল ৷ মালঙ্গি বনবাংলো সংলগ্ন রাস্তায় অর্পণকে দেখে দাঁড়িয়ে পড়ে গাড়ি ৷ তাঁর ছবি নিয়ে দাঁড়িয়ে থাকা খুদেকে অটোগ্রাফ দেন মুখ্যমন্ত্রী ৷ ছবির উপরেই লিখে দেন 'Auto মমতা 2025' ৷ অর্পণকে দু-একটা কথা জিজ্ঞাসা করে তিনি আবার নিজের গন্তব্যের উদ্দেশে রওনা দেন ৷ মুখ্যমন্ত্রীর অটোগ্রাফ পেয়ে খুশি অর্পণ ও তাঁর পরিবার ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অটোগ্রাফ নেওয়ার ইচ্ছে ৷ (ইটিভি ভারত)

ভাষায় সে ভাবে প্রকাশ করতে না পারলেও অর্পণ যে কতটা খুশি তা ওকে দেখেই বোঝা গিয়েছে ৷ অর্পণের বাবা ভুবনেশ্বর জয়সওয়াল বলেন, "আমার সবজির দোকান ৷ তার সামনেই ছেলে মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল ৷ সেই সময় মুখ্যমন্ত্রী গাড়ি থামিয়ে আমার ছেলেকে অটোগ্রাফ দেন । জিজ্ঞাসা করেন কোন স্কুলে কোন ক্লাসে পড়ে ও । মুখ্যমন্ত্রীর অটোগ্রাফ পেয়ে আমরা পরিবারের সবাই খুব খুশি ।"

অটোগ্রাফ পাওয়ার পর বাবার সবজির দোকানের সামনে অর্পণ (ইটিভি ভারত)
জানা গিয়েছে, এদিন মালদায় অনুষ্ঠান সেরে সরাসরি আলিপুরদুয়ারে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় । জলদাপাড়া বনবিভাগের মালঙ্গি বন বাংলোতে রাত্রিবাস করবেন তিনি । বুধবার দুপুরে জেলা শহরের প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক বৈঠক রয়েছে । সেই বৈঠক সেরে ফের যাবেন মালঙ্গি বন বাংলোতে । এরপর বৃহস্পতিবার হাসিমারার সুভাষিণী চা বাগানের মাঠে একটি সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি । সেই অনুষ্ঠান শেষে সেইদিনই কলকাতা ফেরার কথা রয়েছে তাঁর ৷

ABOUT THE AUTHOR

...view details