কলকাতা, 22 ফেব্রুয়ারি: আদিবাসী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বাউড়ি, বাগদি ও আদিবাসী উন্নয়ন বোর্ডের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি, চোপড়ার শিশু মৃত্যুর ঘটনায় 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেছেন ৷ বৃহস্পতিবার আদিবাসী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী ৷ সেখানেই তিনি রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকাকে চোপড়ার শিশু মৃত্যুর ঘটনায় আর্থিক সাহায্য দেওয়ার নির্দেশ দেন ৷
গত 12 ফেব্রুয়ারি চোপড়ায় শিশু মৃত্যুর ঘটনায় বিএসএফের ভূমিকা নিয়ে সরব হয়েছে রাজ্য সরকার ৷ এই নিয়ে রাজভবনেও স্মারকলিপিও দিয়েছে তৃণমূল ৷ এই ইস্যুটি খতিয়ে দেখতে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ তারপর আজ চোপড়ার ঘটনায় মৃত শিশুর পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশ ৷
এদিকে আজ আদিবাসী সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ বিকেল 4টে থেকে বৈঠক শুরু হয়ে চলে প্রায় 1 ঘণ্টা 20 মিনিট ৷ এই বৈঠকে আদিবাসীদের সমস্যা, সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করেন মমতা ৷ এই বৈঠকে রাজ্য সরকার বিভিন্ন সময় আদিবাসী ও জনজাতিদের জন্য কী কী কাজ করেছে, তার পরিসংখ্যানও তুলে ধরা হয় ৷