পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিল্লির সংঘর্ষের আঁচ পৌঁছল কলকাতায়, এন্টালিতে কংগ্রেস-বিজেপি খণ্ডযুদ্ধ - BJP TMC CLASH IN KOLKATA

সংসদে আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের মন্তব্য ঘিরে পরিস্থিতি উত্তাল হয়েছে ৷ এবার সেই বিক্ষোভের রেশ পৌঁছল কলকাতাতেও ৷

Kolkata BJP Congress Clash
কলকাতায় বিজেপি কংগ্রেস খণ্ডযুদ্ধ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 13 hours ago

কলকাতা, 19 ডিসেম্বর:সংবিধানের স্থপতি বিআর আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের জেরে উত্তাল দেশের রাজনীতি ৷ বৃহস্পতিবার সকালে সংসদ চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কংগ্রেস ও বিজেপি সাংসদদের ধাক্কাধাক্কিতে ৷ সেই রেশ পৌঁছল কলকাতায় ৷

এদিন সকালে অমিত শাহের কুশপুত্তলিকা নিয়ে একটি প্রতিবাদ মিছিল করে কংগ্রেসের নেতা-কর্মী ও সমর্থকরা ৷ এর পাল্টা বিজেপিও কংগ্রেসের বিরুদ্ধে আরেকটি প্রতিবাদ মিছিল করে ৷ একে অপরের মুখোমুখি হওয়ার সময় দুই পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে ৷ পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷

বৃহস্পতিবার সকালে সংসদের মকর দ্বারে বিজেপি সাংসদদের সঙ্গে রাহুল-সহ অন্য কংগ্রেস সাংসদদের ধাক্কাধাক্কিতে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় ৷ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির অভিযোগ, বিজেপি সাংসদরা মকর দ্বারে সংসদের প্রবেশ পথে বিক্ষোভ দেখাচ্ছিলেন ৷ সেই সময় তাঁরা যখন সংসদে প্রবেশ করতে যান, তখন তাঁদের বাধা দেয় ওই সাংসদরা ৷ এমনকী হুমকিও দেওয়া হয় ৷

এই ঘটনায় মাটিতে পড়ে আহত হয়েছেন দুই বিজেপি সাংসদ- প্রতাপ সারাঙ্গি এবং মুকেশ রাজপুত ৷ তাঁরা দু'জনের হাসপাতালে চিকিৎসাধীন ৷ বিজেপির অভিযোগ, রাহুল গান্ধি তাঁদের ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন ৷ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে এফআইআর দায়ের করেছেন বিজেপি সাংসদরা ৷ অন্যদিকে, কংগ্রেস সাংসদরাও পার্লামেন্ট স্ট্রিটের থানায় গিয়ে অভিযোগ জানিয়েছেন ৷ তাঁদের অভিযোগ, বিজেপি সাংসদরা বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে শারীরিক নিগ্রহ করেছেন ৷ বিজেপি সাংসদদের ধাক্কাধাক্কিতে পড়ে গিয়েছেন বর্ষীয়ান নেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷

সেই আঁচ কলকাতাকেও স্পর্শ করল ৷ বিজেপির অভিযোগ পুলিশের সামনেই তাঁদের মারধর করেছন কংগ্রেসের কর্মীরা। ঘটনাস্থলে থাকলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে গেরুয়া শিবিরের অভিযোগ।

ABOUT THE AUTHOR

...view details