কলকাতা, 29 এপ্রিল:2021 বিধানসভা নির্বাচনে রাজ্যের নাগরিক সমাজের স্লোগান ছিল 'নো ভোট টু বিজেপি' এবং 'লড়াই হবে' ৷ কিন্তু অষ্টাদশ লোকসভা নির্বাচনে তাদের নতুন স্লোগান 'ডিফিট বিজেপি' ৷ বিজেপির জয় আটকাতে ফের নয়া স্লোগানে ভোটের ময়দানে নাগরিক সমাজ ৷ উদ্দেশ্য, রাজ্য থেকে দূরে রাখতে হবে ফ্যাসিবাদী শক্তিকে ৷
গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের ম্যাজিক ফিগার বানানোর লড়াউয়ে অনেক অংশে 'চিয়ারলিডার'-এর ভূমিকা পালন করেছিল 'নো ভোট টু বিজেপি' স্লোগানটি । লোকসভা নির্বাচনে দিল্লির মসনদে যাতে তৃতীয়বার বিজেপির ক্ষমতায় না আসতে পারে, সেই বিষয়টিকে সুনিশ্চিত করতে হাতিয়ার হিসেবে 'বিজেপিকে ভোটে হারাও' স্লোগানটিকে বেছে নিয়েছে নাগরিক সমাজ ।
আরএসএস এবং বিজেপি'র বিরুদ্ধে বাংলায় এই সংগঠনের আহ্বায়ক কুশল দেবনাথ বলেন, "গত বিধানসভায় সংগঠনের মূল স্লোগান ছিল 'আরএসএস-বিজেপিকে পথে হারাও ভোটে হারাও' সংক্ষিপ্তভাবে 'নো ভোট টু বিজেপি' ৷ তবে এবার রাজনৈতিক পরিস্থিতি পালেটেছে। এই লোকসভা নির্বাচনে ফ্যাসিস্ট আরএসএস পরিচালিত বিজেপিকে ভোটে হারাতে হবে ৷ ফ্যাসিস্ট কেন্দ্রীয় সরকার এবং রাজ্যে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার যেভাবে চূড়ান্ত স্বৈরতান্ত্রিক কায়দায় নাগরিক অধিকার হরণ করে চলেছে, তার বিরুদ্ধে সোচ্চার হতে সবাইকে আহ্বান জানানো হয়েছে ।"