কলকাতা, 19 ডিসেম্বর:আরজি করের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে ধর্মতলায় ডাক্তারদের ধর্না অবস্থানে মৌখিক অনুমতি কলকাতা হাইকোর্টের।বেশকিছু বিষয়ে ডাক্তার এবং পুলিশ সহমত না-হওয়ায় বিচারপতি শুক্রবার আগামিকাল দু'পক্ষকেই সমঝোতায় আসার নির্দেশ দিয়েছেন। আগামিকাল দু'পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি লিখিত নির্দেশ দেবেন।
ডাক্তারদের তরফে আইনজীবী শামিম আহমেদ বলেন, "ধর্মতলা মেট্রো চ্যানেলে যেখানে বিজেপি টানা অবস্থান কর্মসূচি পালন করেছিল সেখানেই 26 ডিসেম্বর পর্যন্ত ধর্না কর্মসূচি পালন করবেন তাঁরা। পুলিশের তরফে আপত্তি জানিয়ে বলা হয়, এখন বড়দিনের উৎসবের সময়। এই পরিস্থিতিতে ধর্না অবস্থান করতে দিলে রাস্তায় যানজট সৃষ্টি হবে।"
যদিও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, ডাক্তাররা ধর্না কর্মসূচি করতে পারবেন। তবে কত সংখ্যক ডাক্তার অবস্থানে উপস্থিত থাকতে পারবেন এবং মঞ্চের মাপ কী হবে, একইসঙ্গে ঠিক কোন জায়গায় মঞ্চ বাঁধতে অনুমতি দিচ্ছে এই সমস্ত বিষয়ে আগামিকাল পুলিশের তরফে আদালতকে জানানো হবে। একইসঙ্গে ডাক্তারদের তরফের আইনজীবী পুলিশকে জানাবেন, তাঁরা কতজন ধর্নায় উপস্থিত থাকতে পারবেন।
চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় আদালতে মৌখিক অনুমতির পর বলেন, "আমরা অনুমতি পেয়েছি। অবস্থানে বসার প্রস্তুতি বৃহস্পতিবার আজ থেকে শুরু হয়ে গিয়েছে। শুক্রবার থেকে আমাদের অবস্থান টানা চলবে।" উল্লেখ্য, আরজি করে নির্যাতিতার খুন ও ধর্ষণের ঘটনায় 90 দিনের মধ্যে সিবিআই চার্জশিট পেশ করতে না পারায় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জামিন পেয়েছেন শিয়ালদা আদালত থেকে।
খুন ও ধর্ষণের ঘটনায় বৃহৎ ষড়যন্ত্রের অভিযোগে 2 জনকে গ্রেফতার করলেও 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারেনি সিবিআই। যার বিরুদ্ধে ফের আন্দোলনের ডাক দিয়েছেন ডাক্তাররা। ন্যায় বিচার ও সঠিক তদন্তের দাবিতে ফের তাঁরা ধর্না অবস্থানের ডাক দিয়েছেন। কিন্তু পুলিশের অনুমতি না-মেলায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন চিকিৎসকরা।