পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতায় অপহৃত ব্যবসায়ীকে নয়ডা থেকে উদ্ধার লালবাজারের, গ্রেফতার 6 - Abducted Businessman Rescued - ABDUCTED BUSINESSMAN RESCUED

Abducted Businessman Rescued: পাটুলি থেকে অপহৃত ব্যবসায়ীকে নয়ডা থেকে উদ্ধার করল কলকাতা পুলিশ ৷ এই ঘটনায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের ট্রানজিট রিমান্ডে কলকাতায় এনে জেরা করা হচ্ছে ৷

ETV BHARAT
কলকাতায় অপহৃত ব্যবসায়ীকে নয়ডা থেকে উদ্ধার লালবাজারের (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 18, 2024, 12:18 PM IST

কলকাতা, 18 জুলাই: কলকাতা থেকে অপহৃত ব্যবসায়ীকে নয়ডা থেকে উদ্ধার করল লালবাজারের গোয়েন্দাবিভাগ । অপহৃত ওই ব্যবসায়ীর নাম সত্যেন্দ্র কুমার । তাঁর বাড়ি পাটুলি থানার বৃজি এলাকায় । জানা গিয়েছে, ওই এলাকায় তাঁর একটি ক্যাফে রয়েছে । এই ঘটনায় 6 জনকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে এসেছে পুলিশ ৷

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক বলেন, ব্যবসায়িক শত্রুতার জেরেই এই অপহরণের ঘটনা । তবে ধৃতদের জেরা করে বিষয়টি আরও ভালোভাবে খতিয়ে দেখা হবে ।

লালবাজার সূত্রের খবর, কয়েক দিন আগে ওই ব্যবসায়ীর কাছে আসেন তাঁরই চেনা অন্য দুই ব্যবসায়ী সমীর খান ও অলোক সিং । পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, সত্যেন্দ্রকে ওই দু'জন বলেন যে তাঁরা নয়ডায় নতুন একটি ব্যবসা শুরু করবেন । আর এজন্য তাঁদের সত্যেন্দ্রর সাহায্য চাই । এই বলে সমীর ও অলোক সত্যেন্দ্রকে নিয়ে নয়ডায় চলে যান গত শুক্রবার । তবে এর পর থেকেই সত্যেন্দ্রর পরিবারের সদস্যরা আর তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না । তাঁর ফোনও বন্ধ ছিল ।

এর পর পরিবারের সদস্যরা স্থানীয় পাটুলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । পাটুলি থানার পাশাপাশি গোটা ঘটনার তদন্তে নামে লালবাজারের গোয়েন্দা বিভাগ । পুলিশ জানতে পারে যে, নয়ডার একটি আবাসনে সত্যেন্দ্রকে আটকে রেখেছেন তাঁরই চেনা দুই ব্যবসায়ী । অভিযোগ, সত্যেন্দ্রর স্ত্রীকে তাঁরা ফোন করে 40 লক্ষ টাকা মুক্তিপণ চান । ফোনের লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে যে, নয়ডায় লুকিয়ে রাখা হয়েছে সত্যেন্দ্রকে ।

এরপরেই গোপন ডেরায় তল্লাশি চালিয়ে নয়ডার ফ্ল্যাট থেকে অভিযুক্ত সমীর খান, অলোক সিং, সন্দীপ ভার্মা, গৌরব বড়ুয়া, যতীন এবং করণ ঠাকুরকে গ্রেফতার করে পুলিশ । লালবাজার সূত্রের খবর, সোমবার নয়ডার সেক্টর 20 থেকে ওই ছ'জনকে গ্রেফতার করা হয় । ধৃতদের সে দিনই স্থানীয় আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে গতকাল কলকাতায় নিয়ে আসা হয়েছে । ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করছেন তদন্তকারীরা ।

ABOUT THE AUTHOR

...view details