পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সিতাইয়ের উপনির্বাচনের সুরক্ষায় 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মাদারিহাটে 14

উপনির্বাচনেও সিতাই বিধানসভার 86টি বুথকে স্পর্শকাতর ঘোষণা নির্বাচন কমিশনের ৷ তাই এই কেন্দ্রে বাড়তি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি প্রচুর পরিমাণে রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে ৷

Assembly Bye-elections 2024
বিধানসভা উপনির্বাচন 2024 ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2024, 8:31 PM IST

কোচবিহার/জলপাইগুড়ি, 12 নভেম্বর: বুধবার সকাল হলেই রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ৷ যেখানে নজরে থাকবে উত্তরবঙ্গের দু’টি কেন্দ্র ৷ প্রথমটি অবশ্য মাদারিহাট বিধানসভা এবং দ্বিতীয়, সিতাই বিধানসভা কেন্দ্র ৷ আজ সকাল থেকেই এই দুই নির্বাচনী কেন্দ্রের ডিসিআরসি-তে দেখা গেল প্রাক নির্বাচনী প্রস্তুতির ব্যস্ততা ৷

সিতাই বিধানসভা উপনির্বাচন

দিনহাটা কলেজে সিতাই বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি করা হয়েছিল ৷ এই বিধানসভা কেন্দ্রে এবার মোট ভোটার সংখ্যা 3 লক্ষ 5 হাজার 500 জন ৷ বিধানসভা কেন্দ্রের 16 টি গ্রাম পঞ্চায়েতে বুথের সংখ্যা তিনশোটি ৷ যার মধ্যে স্পর্শকাতর বুথ 86টি ৷ উপনির্বাচনের নিরাপত্তা ও পরিচালনার জন্য মোট 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন ৷ এর মধ্যে 1 কোম্পানি বাহিনী থাকবে স্ট্রং রুমের পাহারায় ৷ রাজ্য পুলিশের সংখ্যা 900 ৷

ডিসিআরসি থেকে বুথের পথে ভোটকর্মীরা ৷ (নিজস্ব চিত্র)

সকাল 7টা থেকে ভোট শুরু হবে ৷ চলবে বিকেল 6টা পর্যন্ত ৷ স্পর্শকাতর কেন্দ্রগুলির নিরাপত্তায় দু'টি বুথে চারজন জওয়ান, একই চত্বরে তিন থেকে চারটি বুথ থাকলে, আটজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দায়িত্বে থাকবে ৷ 300টি বুথে ক্যামেরা ও ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকছে ৷

সিতাই বিধানসভায় মহিলা ভোটার 1 লক্ষ 47 হাজার 79 জন ৷ পুরুষ ভোটার 1 লক্ষ 58 হাজার 421 জন ৷ এর মধ্যে নতুন ভোটার 5 হাজার 754 জন ৷ তৃণমূল, বিজেপি, বাম ও কংগ্রেস-সহ মোট প্রার্থী 7 জন ৷ তবে, মডেল বুথ নেই এখানে ৷ মোট ভোট কর্মীর সংখ্যা 1500 ৷ প্রসঙ্গত, 2021 সালের বিধানসভা নির্বাচনে জগদীশ বর্মা বসুনিয়া প্রায় 10 হাজার ভোটে জয়ী হয়েছিলেন এই কেন্দ্রে ৷ এবারের লোকসভা নির্বাচনে জিতে জগদীশ বর্মা বসুনিয়া সাংসদ হয়েছেন ৷ তাই নতুন করে সিতাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে ৷

মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে হাতির হানা থেকে রুখতে উদ্যোগী বন দফতর ৷ (নিজস্ব চিত্র)

মাদারিহাট বিধানসভা উপনির্বাচন

মাদারিহাট বিধানসভা উপনির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি প্রায় শেষ ৷ আলিপুরদুয়ারের ইন্ডোর স্টেডিয়ামে তৈরি ডিসিআরসি থেকে ইভিএম, ভিভিপ্যাট-সহ সব নথি নিয়ে ভোটকর্মীরা প্রায় সকলেই ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে গিয়েছেন ৷ এবার মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে পুরুষ ভোটারের থেকে মহিলা ভোটারের সংখ্যা বেশি ৷

সিতাই বিধানসভা উপনির্বাচনের ডিসিআরসি-তে পুলিশ এবং নির্বাচনী আধিকারিকরা ৷ (নিজস্ব চিত্র)

মাদারিহাট-বীরপাড়া ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েত ও জলপাইগুড়ি জেলার দু’টি গ্রামপঞ্চায়েত মিলিয়ে মাদারিহাট বিধানসভা গঠিত ৷ আজ সকাল থেকে জেলাশাসক আর বিমলা এবং জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী ডিসিআরসি-তে এসে পুর ব্যবস্থাপনার তদারকি করেন ৷ মোট 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট পরিচালনা করা হচ্ছে ৷ সঙ্গে থাকছে 600 জন রাজ্য পুলিশ ৷

মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে মোট ভোটার 2 লক্ষ 20 হাজার 101 জন । পুরুষ ভোটার 1 লক্ষ 8 হাজার 253 জন ৷ মহিলা ভোটারের সংখ্যা 1 লক্ষ 11 হাজার 843 জন । তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 5 জন ৷ মাদারিহাট বিধানসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা হল 223টি । সিঙ্গল বুথ রয়েছে 175টি, ডাবল বুথ 39টি, ট্রিপল বুথ 5টি ৷ মাদারিহাট বিধানসভায় সিনিয়র সিটিজেন (85-র উর্ধ্বে) ভোটারের সংখ্যা 766 জন ৷ প্রতিবন্ধী ভোটারের সংখ্যা 1 হাজার 545 জন ৷

দিনহাটা কলেজের ডিসিআরসি-তে ইভিএম ও ভিভিপ্যাট-সহ দায়িত্ব বুঝে নিচ্ছেন ভোট কর্মীরা ৷ (নিজস্ব চিত্র)

অন্যদিকে, মাদারিহাট বিধানসভা কেন্দ্রের ভোটকর্মীদের হাতির হানা থেকে বাঁচতে কী করণীয়, তা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হল ৷ পাশাপাশি, জঙ্গল লাগোয়া বুথগুলির নিরাপত্তায় বনকর্মীদের মোতায়েন করা হয়েছে ৷ এর জন্য আজ থেকেই কোমর বেঁধে নামল জলদাপাড়া জাতীয় উদ্যানে কর্তৃপক্ষ ৷ জলদাপাড়া জাতীয় উদ্যানের বিভাগীয় বনাধিকারিক প্রবীণ কাশোয়ান জানান, জঙ্গল সংলগ্ন প্রত্যেকটি ভোটগ্রহণ কেন্দ্রে প্রিসাইডিং অফিসারদের বনকর্মীরা মোবাইল নম্বর দিয়ে এসেছেন ৷ কোন রকম বন্যপ্রাণীর আক্রমণ হলে, তাঁরা যাতে বনকর্মীদের খবর দিতে পারেন ৷

ABOUT THE AUTHOR

...view details