বোলপুর, 1 ডিসেম্বর: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অসম্মানজনক কথা বলে বিতর্কে জড়ালেন নানুরের তৃণমূল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য ৷ 'অপরাজিতা বিল' পাশের দাবি মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতিকে 'মূক ও বধির' বলে কটাক্ষ করেন তিনি ৷ এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷
কী বলেছেন নানুরের তৃণমূল নেতা ?
বোলপুরের বনডাঙায় অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ । তাঁর পাশে দাঁড়িয়েই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্দেশে অবমাননাকর কথা বলেন নানুরের তৃণমূল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য ৷
রাষ্ট্রপতিকে 'মূক ও বধির' বলে বিতর্কে জড়ালেন তৃণমূল নেতা (নিজস্ব ভিডিয়ো) তিনি বলেন, "দিল্লিতে রাষ্ট্রপতি মূক ও বধির হয়ে বসে আছে, চরিত্রটা বাংলার মানুষের কাছে খুলে দিতে হবে ।" তাঁর এই মন্তব্যকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে ।
পরে সাংবাদিকদের প্রশ্নেও নানুরের তৃণমূল ব্লক সভাপতি নিজের বক্তব্যে অনড় থাকেন । তিনি বলেন, "রাষ্ট্রপতি আমাদের প্রতিপালক । অন্যতম অঙ্গরাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষায় একটা বিল পাশ করেছে, দু'মাস হয়ে গেল কোনও আলোচনা হল না । তাহলে মূক ও বধির বলব না তো কী বলব ! নিশ্চয়ই তিনি কারও অঙ্গুলিহেলনে চলছেন ৷ তিনি যদি মানুষের বিরুদ্ধে অবমাননা করেন, মানুষও তো তাঁকে অবমাননা করবেন ।" প্রসঙ্গত, এর আগে তৃণমূলের রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি রাষ্ট্রপতিকে অবমাননা করে বিতর্কে জড়িয়েছিলেন, যা বেশ অস্বস্তিতে ফেলেছিল শাসকদলকে ৷
আরজি করে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য থেকে দেশ । তারপরেই ধর্ষণের সাজা কঠোর করতে রাজ্য বিধানসভায় 'অপরিজিতা ওম্যান অ্যান্ড চাইল্ড বিল 2024' পাশ করান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই বিল আইনে পরিণত করার দাবিতে তৃণমূল সুপ্রিমোর নির্দেশে রাজ্যের ব্লকে ব্লকে চলছে অবস্থান বিক্ষোভ ৷
সেই মতো বোলপুরের বনডাঙায় 'অপরাজিতা বিল'কে আইনে পরিণত করার দাবিতে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল কংগ্রেস । বিক্ষোভ মঞ্চে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ, নানুরের বিধায়ক বিধান মাঝি, নানুরের তৃণমূল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য-সহ অন্যান্য নেতৃত্ব ৷
এই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সুব্রত ভট্টাচার্য বলেন, "আজকের জমায়েত থেকে আওয়াজটা পৌঁছে যাবে দিল্লির করিডরে । যেখানে রাষ্ট্রপতি নির্বাক হয়ে বসে আছেন ৷ যেখানে রাষ্ট্রপতি মূক ও বধির হয়ে বসে আছেন । তাঁর চরিত্রটা বাংলার মানুষের কাছে খুলে দিতে হবে । আর তাঁকে সাহায্য করছেন বিজেপির সর্বাধিনায়ক প্রধানমন্ত্রী ।"
এবিষয়ে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি অষ্টম মণ্ডল বলেন, "এর আগেও ওদের নেতা অখিল গিরি রাষ্ট্রপতিকে অবমাননা করেছিল । তৃণমূলের এটাই সংস্কৃতি । ওদের সংবিধান সম্পর্কে ধারণা নেই ৷"