রায়গঞ্জ, 8 সেপ্টেম্বর:অশান্ত বাংলাদেশের পরিস্থিতির চাপে পড়ে কাঁটাতার পেরিয়ে ভারতে অনুপ্রবেশ 4 বাংলাদেশি যুবকের। তবে শেষরক্ষা হল না, শনিবার অনুপ্রবেশের দায়ে পুলিশের হাতে ধরা পড়ে ওই চারজন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের মোহিনীগঞ্জ এলাকার যে সীমান্ত রয়েছে সেখানেই তাঁরা ধরা পড়েন ৷ রবিবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়।
উল্লেখ্য, বাংলাদেশের উত্তাল পরিস্থিতি এবং সেখানকার সংখ্যালঘুদের উপর অত্যাচারের চাপে কাঁটাতার পেরিয়ে ভারতে আসার সিদ্ধান্ত নেন চার বাংলাদেশি যুবক। জানা গিয়েছে, রায়গঞ্জের ভাটোল এলাকার ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে রায়গঞ্জের মোহিনীগঞ্জ এলাকায় এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তাঁরা ৷ ওই ব্যক্তির নাম অচিন্ত্য বর্মন ৷ বাংলাদেশি ওই চার যুবকের নাম হৃদয় বর্মন (17), তুলা বর্মন (20), অন্তর বর্মন (19) এবং লিপু রায় (29)।