পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সচেতনতায় অবদান রেডিয়োর, ইউনিসেফের মুখ আয়ুষ্মানের হাতে পুরস্কৃত কর্মীরা - ইউনিসেফ ইন্ডিয়া

UNICEF awards radio professionals: টিকাকরণ, জলবায়ু পরিবর্তনের বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে অবদান রেখে ইউনিসেফের পুরস্কার পেলেন বেশ কয়েকজন রেডিয়ো কর্মী ৷ তাঁদের হাতে পুরস্কার তুলে দিলেন ইউনিসেফের মুখ আয়ুষ্মান খুরানা ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 1, 2024, 3:06 PM IST

কলকাতা, 29 ফেব্রুয়ারি: শিশু সুরক্ষা, নিয়মিত টিকাদান এবং জলবায়ু পরিবর্তনে সচেতনতা তৈরির জন্য কার্যকরী সৃজনশীল কনটেন্ট সম্প্রচারিত করায় আকাশবাণী, ব্যক্তিগত এফএম স্টেশন এবং কমিউনিটি রেডিয়োকে পুরস্কৃত করল ইউনিসেফ । 22 জন রেডিয়ো পেশাদারের হাতে মঙ্গলবার 'রেডিয়ো ফর চাইল্ড অ্যাওয়ার্ডস' তুলে দিলেন বলিউডের অভিনেতা তথা ইউনিসেফের জাতীয় অ্যাম্বাসাডর আয়ুষ্মান খুরানা ৷ শিশু অধিকারকে প্রভাবিত করে এমন তিনটি থিমের বিষয়বস্তু তৈরির জন্য এই পুরস্কার দেওয়া হল ৷

নিজেই একজন আরজে হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন আয়ুষ্মান খুরানা ৷ তিনি এ দিনের অনুষ্ঠানে বলেন, "বাচ্চাদের চাহিদা উপলব্ধি করাতে সাহায্য করে রেডিয়ো পেশাদারদের প্রতিভা ৷ তাঁদের বার্তা পৌঁছে যায় লক্ষাধিক মানুষের কাছে ৷ গল্পকার, শিক্ষাবিদ এবং পরিবর্তনকারী হিসাবে তাঁরা রেডিয়োকে বিনোদনের থেকেও অনেক বেশি শক্তিশালী মাধ্যম হিসেবে গড়ে তোলে ।"

শিশু অধিকারের একজন প্রবক্তা হিসাবে আয়ুষ্মান দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, সমস্ত শিশুকে তাদের জীবনে সেরাটা করার জন্য নিরাপদ পরিবেশে বেঁচে থাকার, উন্নতি করার এবং বিকাশের সুযোগ দেওয়া উচিত । পুরষ্কারটি 20টি রাজ্যের 59 জন রেডিয়ো পেশাদারদের কাছ থেকে 165টি এন্ট্রি পেয়েছে । রেডিয়ো ফর চাইল্ড হল ইউনিসেফ-এর একটি উদ্যোগ, যেখানে শিশু অধিকারের বিষয়ে তাদের বোঝাপড়া বাড়ানোর জন্য সারা ভারত থেকে রেডিয়ো পেশাদারদের আনা হয় ।

শিশু অধিকারের প্রচারে রেডিয়ো পেশাদারদের আকর্ষণীয় কাজের প্রশংসা করে ইউনিসেফ ইন্ডিয়ার যোগাযোগ, অ্যাডভোকেসি এবং পার্টনারশিপের প্রধান জাফরিন চৌধুরী বলেন, "এক শতাব্দী ধরে দেশে রেডিয়ো সামাজিক প্রতিশ্রুতি-সহ তথ্য ও বিনোদনের একটি জনপ্রিয়, সাশ্রয়ী এবং বিশ্বস্ত উৎস হিসাবে বৃদ্ধি পাচ্ছে ।"

রেডিয়ো ফর চাইল্ড প্রাথমিক বছর থেকে শিশুদের জন্য টিকাদান, স্বাস্থ্য এবং নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করছে । ভারতে ইউনিসেফ তার 75তম বার্ষিকী উদযাপন করছে বলে জানিয়ে জাফরিন চৌধুরী বলেন, "আসুন আমরা তাদের উন্নত এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য রেডিয়োর শক্তিকে কাজে লাগাই ৷"

মুম্বইতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পাশাপাশি 60 জন রেডিয়ো পেশাদার শিশুদের সমস্যাগুলির জন্য রেডিয়ো প্রোগ্রামিংয়ে নতুন ভাবনা আনতে ইনক্লুসিভ আর্লি চাইল্ডহুড ডেভলপমেন্ট, জলবায়ু পরিবর্তন এবং শিশু সুরক্ষার উপর একটি ক্যাপাসিটি ডেভলপমেন্টের কর্মশালায় অংশগ্রহণ করেন ।

আরও পড়ুন:

  1. শিশুশ্রম, শিক্ষা এবং পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য নিয়ে ইউনিসেফ ও রোটারি ইন্টারন্যাশনালের উদ্যোগে আলোচনাসভা শহরে
  2. ইউনিসেফের মডেলে রাজ্যের 1 হাজার 313 স্কুলের মনোন্নয়ন
  3. ইউনিসেফের জাতীয় দূত আয়ুষ্মান, শিশুদের অধিকার রক্ষায় জোরালো সওয়ালের অঙ্গীকার

ABOUT THE AUTHOR

...view details