কলকাতা, 29 ফেব্রুয়ারি: শিশু সুরক্ষা, নিয়মিত টিকাদান এবং জলবায়ু পরিবর্তনে সচেতনতা তৈরির জন্য কার্যকরী সৃজনশীল কনটেন্ট সম্প্রচারিত করায় আকাশবাণী, ব্যক্তিগত এফএম স্টেশন এবং কমিউনিটি রেডিয়োকে পুরস্কৃত করল ইউনিসেফ । 22 জন রেডিয়ো পেশাদারের হাতে মঙ্গলবার 'রেডিয়ো ফর চাইল্ড অ্যাওয়ার্ডস' তুলে দিলেন বলিউডের অভিনেতা তথা ইউনিসেফের জাতীয় অ্যাম্বাসাডর আয়ুষ্মান খুরানা ৷ শিশু অধিকারকে প্রভাবিত করে এমন তিনটি থিমের বিষয়বস্তু তৈরির জন্য এই পুরস্কার দেওয়া হল ৷
নিজেই একজন আরজে হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন আয়ুষ্মান খুরানা ৷ তিনি এ দিনের অনুষ্ঠানে বলেন, "বাচ্চাদের চাহিদা উপলব্ধি করাতে সাহায্য করে রেডিয়ো পেশাদারদের প্রতিভা ৷ তাঁদের বার্তা পৌঁছে যায় লক্ষাধিক মানুষের কাছে ৷ গল্পকার, শিক্ষাবিদ এবং পরিবর্তনকারী হিসাবে তাঁরা রেডিয়োকে বিনোদনের থেকেও অনেক বেশি শক্তিশালী মাধ্যম হিসেবে গড়ে তোলে ।"
শিশু অধিকারের একজন প্রবক্তা হিসাবে আয়ুষ্মান দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, সমস্ত শিশুকে তাদের জীবনে সেরাটা করার জন্য নিরাপদ পরিবেশে বেঁচে থাকার, উন্নতি করার এবং বিকাশের সুযোগ দেওয়া উচিত । পুরষ্কারটি 20টি রাজ্যের 59 জন রেডিয়ো পেশাদারদের কাছ থেকে 165টি এন্ট্রি পেয়েছে । রেডিয়ো ফর চাইল্ড হল ইউনিসেফ-এর একটি উদ্যোগ, যেখানে শিশু অধিকারের বিষয়ে তাদের বোঝাপড়া বাড়ানোর জন্য সারা ভারত থেকে রেডিয়ো পেশাদারদের আনা হয় ।