পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পানাগড়ে যুবতীর মৃত্যুর পরেই সক্রিয় পুলিশ, জাতীয় সড়কে কড়া নিরাপত্তা - PANAGARH ROAD ACCIDENT

পানাগড়ে পথ দুর্ঘটনায় যুবতী মৃত্যুর পর থেকে পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে বারবার ৷ এদিকে, ঘটনার পর জাতীয় সড়কের নিরাপত্তায় সক্রিয় পুলিশ ৷

PANAGARH ROAD ACCIDENT
জাতীয় সড়কের নিরাপত্তা নিয়ে আরও সক্রিয় পুলিশ (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2025, 12:23 PM IST

আসানসোল, 27 ফেব্রুয়ারি: পানাগড়ে পথ দুর্ঘটনায় যুবতীর মৃত্যুর পরই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ এবং পুলিশ জাতীয় সড়কের নিরাপত্তা নিয়ে আরও সক্রিয় হল। ইতিমধ্যেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় 19 নম্বর ও 60 নম্বর জাতীয় সড়কে যে সমস্ত মোবাইল ভ্যানগুলি নজরদারি রাখে, সেগুলিকে যথার্থভাবে চালানো, নজরদারি রাখা এবং জাতীয় সড়কের ওপরে পুলিশের যে সমস্ত সিসিটিভি রয়েছে তা প্রত্যহ সক্রিয় আছে কি না, সে বিষয়ে খোঁজখবর শুরু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট।

পানাগড়ে দুর্ঘটনায় যুবতীর মৃত্যুর মৃত্যু নিয়ে পুরো রাজ্য তোলপাড়। কী করে এই ঘটনা ঘটল, তা এখনও পর্যন্ত পুরোপুরি পরিষ্কার হয়নি। পুলিশ অভিযুক্তদের আড়াল করছে এমন অভিযোগও বিরোধীরা করছেন। কিন্তু, তার মাঝে প্রশ্ন উঠছে, জাতীয় সড়কে পুলিশের নজরদারি কই? পুলিশের সঠিক নজরদারি থাকলে কি এমন ঘটনা ঘটত? জাতীয় সড়কে লাগানো সব সিসিটিভিগুলি কি কাজ করে? এই ধরনের নানা প্রশ্ন উঠছে। পুলিশ অবশ্য জানাচ্ছে নিয়মিত নজরদারি চালানো হয়। সিসিটিভিও যথেষ্ট সক্রিয়। তা স্বত্বেও আরও নজরদারি বাড়ানো হচ্ছে।

জাতীয় সড়কে কড়া নিরাপত্তা (ইটিভি ভারত)

প্রদেশ কংগ্রেসের সদস্য তথা আসানসোলের কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতন্ডী চূড়ান্ত কটাক্ষ করেছেন পুলিশি ব্যবস্থাকে। ইটিভি ভারতকে প্রসেনজিৎ জানিয়েছেন, যে কোনও ঘটনা ঘটার পরে এগুলি পুলিশের শুধুমাত্র আইওয়াশ। এই যে টহলদারি বাড়ানো হল, নজরদারি চলছে এই সব কথাবার্তা মানে আই ওয়াশ। আর সিসিটিভি যদি ঠিক থাকত... আমরা প্রায়শই শুনতে পাই, বিভিন্ন ধরনের ঘটনা ঘটিয়ে দুষ্কৃতীরা ঝাড়খণ্ডের দিকে পালিয়েছে। অথচ তাদের হদিশ পাওয়া যায় না।

জাতীয় সড়ক (নিজস্ব ছবি)

তিনি আরও জানান, এই যে রানিগঞ্জে এত বড় ডাকাতির ঘটনা ঘটল। এতটা রাস্তা তারা পেরিয়ে চলে গেল। অথচ সিসিটিভি ফুটেজ কিছুই পাওয়া গেল না। এই রকম অতীতেও বহুবার ঘটেছে। যদি সিসিটিভিগুলি সচল আছে তাহলে অপরাধ মূলক ঘটনার ক্ষেত্রে সেই ফুটেজ পাওয়া যায় না কেন?

নিরাপত্তায় সক্রিয় পুলিশ (নিজস্ব ছবি)

যদিও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ট্রাফিক ভিজি সতীশ পসুমারথি বলেন, "জাতীয় সড়কের উপর আমাদের টহলদারি নিয়মিত চলে। টহলদারি ভ্যানে একজন অফিসার থাকেন তার সঙ্গে তিনজন সহযোগী থাকেন। দুর্গাপুরের এই ঘটনার পর এই টহলদারি আরও বেশি করে সক্রিয় করা হবে এবং আরও বেশি নজরদারি চালানো হবে।"

পুলিশের যে সমস্ত সিসিটিভি রয়েছে তা প্রত্যহ সক্রিয় আছে কি না, চলছে তদারকি (নিজস্ব ছবি)

জাতীয় সড়কের উপরে সিসিটিভি খারাপ থাকার প্রসঙ্গ মানতে চাননি ডিসি ট্রাফিক ভিজি সতীশ পসুমারথি। তিনি আরও বলেন, জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং পুলিশ দু'পক্ষেরই সিসিটিভি থাকে। পুলিশের সিসিটিভি নিয়মিত মনিটরিং হয়। যদি কোনও সিসিটিভি ক্যামেরা ফুটেজ দিতে অক্ষম হয়। তৎক্ষণাৎ সেটির মেরামতি কিংবা পাল্টানোর ব্যবস্থা হয়। প্রতিমাসের রিভিউ মিটিংয়ে এই সিসিটিভি নিয়ে আমাদের মনিটরিং হয়। আরও অনেক সিসিটিভি বাড়ানো হবে আগামী দিনে। পাশাপাশি উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে জাতীয় সড়কের উপরে আরও বেশি করে নজরদারি চালানো হবে।"

ABOUT THE AUTHOR

...view details