পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহার আদালতের মালখানা থেকে উদ্ধার হ্যান্ড গ্রেনেড, নিস্ক্রিয় করল সেনার বম্ব স্কোয়াড - Hand Grenade Recovered

Hand Grenade Recovered: কোচবিহার জেলা আদালতের মালখানা থেকে গাঁজা ভর্তি একটি পুরনো ব্যাগের ভিতর মিলল হ্যান্ড গ্রেনেড । সেগুলি উদ্ধার করে তোর্সা নদীর চরে গিয়ে নিস্ক্রিয় করল সেনার বম্ব স্কোয়াড ৷

Hand Grenade Recovered
আদালতের মালখানা থেকে উদ্ধার গ্রেনেড উদ্ধার (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Aug 22, 2024, 1:05 PM IST

Updated : Aug 22, 2024, 5:35 PM IST

কোচবিহার, 22 অগস্ট: আদালতের মালখানা থেকে উদ্ধার ব্যাগ ভর্তি হ্যান্ড গ্রেনেড ৷ ঘটনাস্থলে এসে সেগুলি নিস্ক্রিয় করল সেনার বম্ব স্কোয়াড ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার কোচবিহার জেলা আদালত চত্বরে থাকা মালখানায় ৷ কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, "কোচবিহার জেলা আদালতের পাশে মালখানা থেকে গ্রেনেড উদ্ধার হয়েছে । বিন্নাগুড়ি সেনা ক্যাম্প থেকে বম্ব স্কোয়াডের কর্মীরা এসে গ্রেনেডগুলি নিস্ক্রিয় করেছেন ।"

গাঁজার ব্যাগ থেকে হ্যান্ড গ্রেনেড উদ্ধার (ইটিভি ভারত)

জানা গিয়েছে, কোচবিহার আদালত চত্বরে থাকা মালখানায় গাঁজা ভর্তি একটি পুরনো ব্যাগে হ্যান্ড গ্রেনেডগুলি ছিল । ঘটনার খবর পেয়ে সেখানে প্রথমে আসে কোচবিহার পুলিশ । পরবর্তীতে খবর দেওয়া হয় বিন্নাগুড়ি সেনা ক্যাম্পে । গ্রেনেড উদ্ধার করতে বৃহস্পতিবার সকালে বিন্নাগুড়ি সেনা ক্যাম্পের বিশেষ দল এসে পৌঁছয় কোচবিহার আদালত চত্বরে । গোটা এলাকাকে সিল করে দিয়ে গ্রেনেড উদ্ধার করে তারা । এরপর তোর্সা নদীর চরে নিয়ে গিয়ে নিস্ক্রিয় করা হয় গ্রেনেডগুলি ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগেও গত 2023 সালের ফেব্রুয়ারি মাসে এই মালখানা থেকে একটি গ্রেনেড উদ্ধার হয় । সেবারেও সেনার সহযোগিতা নিতে হয় পুলিশকে । সেনার বম্ব স্কোয়াডের কর্মীরা এসে নিস্ক্রিয় করেন গ্রেনেড । এরপর গত মঙ্গলবার দু'জন সিভিক ভলান্টিয়ার আদালতের পাশে মালখানা পরিষ্কার করছিলেন । সেসময় গাঁজা ভরতি একটি পুরানো ব্যাগ খুলতেই হ্যান্ড গ্রেনেড দেখতে পান তাঁরা । এরপর সিল করে দেওয়া হয় মালখানা । খবর দেওয়া হয় বিন্নাগুড়ি সেনা কাম্পে ।

বৃহস্পতিবার সকালে বম্ব স্কোয়াডের টিম ঘটনাস্থলে আসে । গোটা এলাকা সিল করে দেওয়া হয় । এরপর গ্রেনেড উদ্ধার করে তোর্সা নদীর চরে নিয়ে যাওয়া হয় । সেখানে নিস্ক্রিয় করা হয় । তবে এই গ্রেনেডগুলি কোথা থেকে এসেছিল এবং বারবার এভাবে আদালতের মালখানা থেকে হ্যান্ড গ্রেনেড উদ্ধারে প্রশ্ন উঠছে বহু ।

Last Updated : Aug 22, 2024, 5:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details