কোচবিহার, 22 অগস্ট: আদালতের মালখানা থেকে উদ্ধার ব্যাগ ভর্তি হ্যান্ড গ্রেনেড ৷ ঘটনাস্থলে এসে সেগুলি নিস্ক্রিয় করল সেনার বম্ব স্কোয়াড ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার কোচবিহার জেলা আদালত চত্বরে থাকা মালখানায় ৷ কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, "কোচবিহার জেলা আদালতের পাশে মালখানা থেকে গ্রেনেড উদ্ধার হয়েছে । বিন্নাগুড়ি সেনা ক্যাম্প থেকে বম্ব স্কোয়াডের কর্মীরা এসে গ্রেনেডগুলি নিস্ক্রিয় করেছেন ।"
জানা গিয়েছে, কোচবিহার আদালত চত্বরে থাকা মালখানায় গাঁজা ভর্তি একটি পুরনো ব্যাগে হ্যান্ড গ্রেনেডগুলি ছিল । ঘটনার খবর পেয়ে সেখানে প্রথমে আসে কোচবিহার পুলিশ । পরবর্তীতে খবর দেওয়া হয় বিন্নাগুড়ি সেনা ক্যাম্পে । গ্রেনেড উদ্ধার করতে বৃহস্পতিবার সকালে বিন্নাগুড়ি সেনা ক্যাম্পের বিশেষ দল এসে পৌঁছয় কোচবিহার আদালত চত্বরে । গোটা এলাকাকে সিল করে দিয়ে গ্রেনেড উদ্ধার করে তারা । এরপর তোর্সা নদীর চরে নিয়ে গিয়ে নিস্ক্রিয় করা হয় গ্রেনেডগুলি ।