নয়াদিল্লি, 15 অক্টোবর: পশ্চিমবঙ্গের 6টি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন হবে 13 নভেম্বর ৷ এর মধ্যে 5টি আসন তৃণমূলের দখলে এবং একটি ছিল বিজেপির ৷ মঙ্গলবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে এই নির্বাচনী নির্ঘণ্টও ঘোষণা করেন মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার ৷
নির্বাচন কমিশন অনুযায়ী, পশ্চিমবঙ্গের ছ'টি বিধানসভা আসনে উপ-নির্বাচন ৷ তালডাংরা, সিতাই, নৈহাটি, মেদিনীপুর, হাড়োয়া এবং মাদারিহাট বিধানসভা আসনে ভোট হবে 13 নভেম্বর ৷ ভোট গণনা 23 নভেম্বর ৷ এই বিধানসভা কেন্দ্রের বিধায়করা 2024 সালের লোকসভা ভোটে জিতে সংসদের নিম্নকক্ষে নির্বাচিত হওয়ার ফলে আসনগুলি খালি হয়ে যায় ৷ একইসঙ্গে হাড়োয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক হাজি নুরুল ইসলাম লোকসভা নির্বাচনে জেতার কয়েক মাস বাদে প্রয়াত হন ৷
সিতাই বিধানসভাকেন্দ্রটি কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৷ এই আসনের তৃণমূল বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে ভোটে লড়েন এবং জয়ী হন ৷ তাই বিধানসভা আসনটি এখন ফাঁকা ৷
মাদারিহাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন বিজেপির মনোজ টিগ্গা ৷ তিনি আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন ৷ মেদিনীপুরলোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ জুন মালিয়া মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন ৷ তিনি সাংসদ হওয়ার ফলে আসনটি ফাঁকা হয়ে যায় ৷
বাঁকুড়া জেলার বাঁকুড়া লোকসভার অন্তর্গত তালডাংরা বিধানসভা ৷ 2021 সালের বিধানসভা নির্বাচনে 46 শতাংশ ভোট পেয়ে এই তালডাংরা আসনে জয়ী হন তৃণমূলের অরূপ চক্রবর্তী ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে তিনিই বাঁকুড়া লোকসভা থেকে প্রার্থী হন এবং সেখান থেকেও জেতেন ৷ স্বভাবত তালডাংরা আসনটি জনপ্রতিনিধি শূন্য হয়ে যায় ৷
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অধীনে নৈহাটি বিধানসভা আসনে বিধায়ক ছিলেন তৃণমূলের পার্থ ভৌমিক ৷ ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য । তিনি ওই লোকসভা কেন্দ্র থেকেই বিজেপির প্রভাবশালীন নেতা অর্জুন সিংহকে হারিয়ে নির্বাচিত হন ৷ ফলে ফাঁকা হয়ে যায় নৈহাটি বিধানসভা কেন্দ্র ৷
পশ্চিমবঙ্গ-সহ দেশের 15টি রাজ্যের 48টি বিধানসভা আসন এবং 2টি লোকসভা আসনে উপ-নির্বাচন হবে ৷ কেরলের ওয়েনাড় লোকসভা কেন্দ্রে উপ-নির্বাচন 13 নভেম্বর ৷ একই সঙ্গে মহারাষ্ট্রের নানদেদ লোকসভা কেন্দ্রেও উপ-নির্বাচন হবে 20 নভেম্বর ৷ সমস্ত ফল প্রকাশিত হবে 23 তারিখ।