পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল-কর্মী খুনের পরদিনই সিপি বদল, ফের ব্যারাকপুরের দায়িত্বে অজয় ঠাকুর - AJAY THAKUR

শনিবার সরকারি তরফে এই নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ৷ ব্যারাকপুরের দায়িত্বে থাকা অলোক রাজোরিয়াকে ডিআইজি ট্রাফিক পদে বদলি করা হয়েছে ৷

AJAY THAKUR
তৃণমূল-কর্মী খুনের পরদিনই সিপি বদল, ফের ব্যারাকপুরের দায়িত্বে অজয় ঠাকুর (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2025, 6:13 PM IST

Updated : Feb 1, 2025, 7:27 PM IST

কলকাতা, 1 ফেব্রুয়ারি: পুলিশ কমিশনার পদে বদল হল ব্যারাকপুরে ৷ তাও আবার এক তৃণমূল কর্মীকে প্রকাশ্যে থেঁতলে খুন করার পরদিনই ৷ দায়িত্ব দেওয়া হল আইপিএস অজয় ঠাকুরকে ৷ বদলি করা হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দায়িত্বে থাকা অলোক রাজোরিয়াকে ৷

শনিবার রাজ্য সরকারের তরফে এই বদলি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৷ সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, অজয় ঠাকুরকে ডিআইজি সংশোধনাগারের পদ থেকে বদলি করে ব্যারাকপুরের নগরপালের দায়িত্ব দেওয়া হয় ৷ ব্যারাকপুরের দায়িত্ব থেকে অলোক রাজোরিয়াকে পাঠানো হয়েছে ডিআইজি ট্রাফিক পদে ৷ ওই পদে এতদিন ছিলেন রাজনারায়ণ মুখোপাধ্যায় ৷ তাঁকে সিও, এসএপি, সেকেন্ড ব্যাটালিয়ানের দায়িত্ব দেওয়া হয়েছে ৷

অজয় ঠাকুর (নিজস্ব ছবি)

প্রশাসনের তরফে পুরো বিষয়টিকেই রুটিন বদলি বলে উল্লেখ করা হয়েছে ৷ তার পরও ব্যারাকপুরে এই রদবদল নিয়ে আলোচনা থামছে না ৷ কারণ, শিল্পাঞ্চল ব্যারাকপুর বেশ কয়েকদিন ধরেই আবার উত্তপ্ত হয়েছে ৷ শুক্রবারই সেখান এক তৃণমূল কর্মীকে প্রকাশ্যে পিটিয়ে মারা হয়েছে ৷ দিনকয়েক আগে শুটআউটের ঘটনাও ঘটেছে ৷ সেই পরিস্থিতিতে এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে পুলিশ মহল ৷

আইপিএস মহলের একাংশের দাবি, নতুন সমীকরণের জন্য ও ব্যারাকপুরের মতো শিল্পতালুকে এমন কোনও ব্যক্তিকে পুলিশের দায়িত্ব দেওয়া উচিত, যাঁর ওই জায়গায় দীর্ঘদিন ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে । আর সেই অভিজ্ঞতা রয়েছে অজয় ঠাকুরের ৷ এর আগেও তিনি ব্যারাকপুরে একাধিক পদে ছিলেন ৷

2019 সালে যখন অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন, সেই সময় থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলে নতুন করে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ ওঠে ৷ সেই সময় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের দায়িত্বে ছিলেন অজয় ঠাকুর । তখন মাঝেমধ্যেই ব্যারাকপুরের দোর্দণ্ডপ্রতাপ বিজেপি নেতা অর্জুন সিংয়ের সঙ্গে নানা বিষয়ে প্রকাশ্যে বিবাদে জড়াতে দেখা গিয়েছে অজয় ঠাকুরকে ৷

পুলিশ মহলের একাংশের দাবি, সেই সময় ব্যারাকপুর পুলিশে শাসক দলের ভরসার দুই পাত্র ছিল ব্যারাকপুর-এর তৎকালীন সিপি বর্তমানে যিনি কলকাতা পুলিশের নগরপাল, সেই মনোজ বর্মা ও আইপিএস অজয় ঠাকুর । পরে মনোজ বর্মা ব্যারাকপুর থেকে বদলি হওয়ার পর এই অজয় ঠাকুরকেই সেই সময় ব্যারাকপুরের সিপি পদে কয়েকদিনের জন্য বসানো হয়েছিল ।

তখন তিনি ব্যারাকপুর-এর যুগ্ম নগরপাল ছিলেন ৷ 2021 সালের জানুয়ারি মাসে আচমকাই অজয় ঠাকুরকে ব্যারাকপুর থেকে তাঁকে পাঠিয়ে দেওয়া হয় ডিআইজি সিআইডি পদে । কারণ, হিসেবে আইপিএস মহলের একাংশের দাবি ছিল যেহেতু 2021 সালের পর কাঁচরাপাড়া ভাটপাড়া হালিশহর জগদ্দল নৈহাটি মতো এলাকাগুলি ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে ৷ তাই সেখান থেকে অজয় ঠাকুরকে সরিয়ে নেওয়া হয় ।

এবার ব্যারাকপুরের পুলিশ কমিশনার পদে ফিরলেন অজয় ঠাকুর ৷ তপ্ত শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই কি এই সিদ্ধান্ত ? উত্তর খুঁজছে সব মহল ৷

Last Updated : Feb 1, 2025, 7:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details