কলকাতা, 1 ফেব্রুয়ারি: পুলিশ কমিশনার পদে বদল হল ব্যারাকপুরে ৷ তাও আবার এক তৃণমূল কর্মীকে প্রকাশ্যে থেঁতলে খুন করার পরদিনই ৷ দায়িত্ব দেওয়া হল আইপিএস অজয় ঠাকুরকে ৷ বদলি করা হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দায়িত্বে থাকা অলোক রাজোরিয়াকে ৷
শনিবার রাজ্য সরকারের তরফে এই বদলি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৷ সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, অজয় ঠাকুরকে ডিআইজি সংশোধনাগারের পদ থেকে বদলি করে ব্যারাকপুরের নগরপালের দায়িত্ব দেওয়া হয় ৷ ব্যারাকপুরের দায়িত্ব থেকে অলোক রাজোরিয়াকে পাঠানো হয়েছে ডিআইজি ট্রাফিক পদে ৷ ওই পদে এতদিন ছিলেন রাজনারায়ণ মুখোপাধ্যায় ৷ তাঁকে সিও, এসএপি, সেকেন্ড ব্যাটালিয়ানের দায়িত্ব দেওয়া হয়েছে ৷
প্রশাসনের তরফে পুরো বিষয়টিকেই রুটিন বদলি বলে উল্লেখ করা হয়েছে ৷ তার পরও ব্যারাকপুরে এই রদবদল নিয়ে আলোচনা থামছে না ৷ কারণ, শিল্পাঞ্চল ব্যারাকপুর বেশ কয়েকদিন ধরেই আবার উত্তপ্ত হয়েছে ৷ শুক্রবারই সেখান এক তৃণমূল কর্মীকে প্রকাশ্যে পিটিয়ে মারা হয়েছে ৷ দিনকয়েক আগে শুটআউটের ঘটনাও ঘটেছে ৷ সেই পরিস্থিতিতে এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে পুলিশ মহল ৷
আইপিএস মহলের একাংশের দাবি, নতুন সমীকরণের জন্য ও ব্যারাকপুরের মতো শিল্পতালুকে এমন কোনও ব্যক্তিকে পুলিশের দায়িত্ব দেওয়া উচিত, যাঁর ওই জায়গায় দীর্ঘদিন ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে । আর সেই অভিজ্ঞতা রয়েছে অজয় ঠাকুরের ৷ এর আগেও তিনি ব্যারাকপুরে একাধিক পদে ছিলেন ৷