পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিশ্বভারতীর বিভিন্ন ক্ষেত্রে জুনিয়র রিসার্চ ফেলো ও অতিথি অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি

বিভিন্ন ক্ষেত্রে জুনিয়র রিসার্চ ফেলো অতিথি অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি দিল বিশ্বভারতী ৷ কীভাবে আবেদন করবেন, জানুন ৷

VISVA BHARATI UNIVERSITY
বিশ্বভারতীর বিভিন্ন ক্ষেত্রে জুনিয়র রিসার্চ ফেলো (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

বোলপুর, 29 নভেম্বর: বিশ্বভারতীতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ-সহ পাঠভবনের জাপানি ভাষার অতিথি নিয়োগ নিয়োগ করা হবে ৷ পাশাপাশি জাপানি বিভাগের অতিথি অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল বিশ্বভারতী ৷ জুনিয়র রিসার্চ ফেলো প্রতিমাসে 37 হাজার টাকা সাম্মানিক ও পাঠভবনের ক্ষেত্রে 12 হাজার টাকা সাম্মানিক পাবেন ৷ জাপানি বিভাগের ক্ষেত্রে 50 হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে ৷ এই মর্মে ইতিমধ্যেই পৃথক পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

জুনিয়র রিসার্চ ফেলো

'অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন' (এএনআরএফ)-এর অর্থানুকূল্যে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে ৷ বিশ্বভারতীর পদার্থবিদ্যা বিভাগের তরফে ফেলো (জেআরএফ) নেওয়া হবে ৷ প্রতি মাসে 37 হাজার টাকা করে সাম্মানিক হিসাবে দেওয়া হবে ৷ এই প্রকল্পের মেয়ার 3 বছর।

আবেদনের যোগ্যতা ও পদ্ধতি:আবেদনকারীকে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পদার্থবিদ্যা স্নাতকোত্তর হতে হবে ৷ নূন্যতম 55 শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে । একই সঙ্গে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ নেট উত্তীর্ণ বা গ্র্যাজুয়েট এপ্টিটিউট টেস্ট অর্থাৎ গেট উত্তীর্ণ হতে হবে ৷ প্রার্থী বয়স 28 বছরের মধ্যে হতে হবে ৷ তবে সংরক্ষিত বিভাগের আবেদনকারীদের জন্য বয়সের সময়সীমার ক্ষেত্রে ছাড় আছে ৷
বিশ্বভারতী নিজস্ব ওয়েবসাইট www.visvabharati.ac.in এ গিয়ে কেরিয়ার অপশনে ক্লিক করলেই বিজ্ঞপ্তি পাওয়া যাবে ৷ সেখান থেকেই নিয়ম অনুযায়ী আবেদন করতে পারবেন প্রার্থীরা ৷ 3 ডিসেম্বরের মধ্যে ইমেল মারফত আবেদন করতে হবে ৷

জুনিয়র রিসার্চ ফেলোর বিজ্ঞপ্তি (নিজস্ব চিত্র)

জাপানি ভাষার জন্য অতিথি শিক্ষক

অন্যদিকে, বিশ্বভারতীর পাঠভবনের জাপানি ভাষার জন্য অতিথি শিক্ষক নেওয়া হবে ৷ 12 হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে ৷

আবেদনের যোগ্যতা ও পদ্ধতি: আবেদনকারীকে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জাপানি ভাষায় স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে ৷ তবে 50 শতাংশ নম্বর থাকতে হবে ৷ আর 35 বছর বয়সের সময়সীমা ৷ 2 ডিসেম্বরে মধ্যে নিজের বায়োডাটা পাঠভবনের অফিসে গিয়ে জমা দিতে হবে ৷ সঙ্গে নিজের সাক্ষর করা পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে ৷ আবেদনকারীদের ইন্টারভিউর জন্য ইমেল মারফত ডেকে পাঠানো হবে ৷

জাপানি বিভাগে অতিথি অধ্যাপক

একই ভাবে বিশ্বভারতীর জাপানি বিভাগের জন্য অতিথি অধ্যাপক নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে প্রতি ক্লাসের জন্য 15 হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে ৷ মাসে সর্বাধিক 50 হাজার টাকা মোট সাম্মানিক দেওয়া হবে ৷

আবেদনের যোগ্যতা ও পদ্ধতি: আবেদনকারীকে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জাপানি ভাষায় পিএইচডি ডিগ্রি থাকতে হবে৷ সঙ্গে পড়ানোর অভিজ্ঞতা অগ্রাধিকার। 12 ডিসেম্বরে মধ্যে আবেদন করতে হবে ৷ জাপানি বিভাগের বিভাগীয় প্রধানের ইমেল আইডি- hod.japanese@visva-bharati.ac.in এ গিয়ে আবেদন করতে হবে প্রার্থীদের ৷

ABOUT THE AUTHOR

...view details