কলকাতা, 9 সেপ্টেম্বর: নিজের সোশ্যাল পেজে আরজি কর হাসপাতালে হুগলির কোন্নগরের এক যুবকের বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই অভিযোগ খারিজ করে তৃণমূলের সাধারণ সম্পাদককে চিঠি দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স, ওয়েস্ট বেঙ্গল। সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি করা হয়েছে ওই চিঠিতে।
উল্লেখ্য, গত 6 সেপ্টেম্বর নিজের এক্স হ্যান্ডলে অভিষেক লিখেছিলেন, 3 ঘণ্টা কোনও চিকিৎসা ছাড়াই আরজি করে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন দুর্ঘটনায় আহত কোন্নগরের ওই যুবকটি। জুনিয়র ডাক্তারদের দাবি ন্যায্য হলেও প্রতিবাদ এমনভাবে করা উচিৎ, যাতে জরুরি পরিষেবা ব্যাহত না হয়।
তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের এই অভিযোগ খারিজ করে চিকিৎসকদের যৌথ মঞ্চ চিঠিতে জানিয়েছে যে, সকাল 9টা 10 মিনিট থেকে সাড়ে 12টায় ওই যুবকের দুর্ভাগ্যজনক মৃত্যুর সময় পর্যন্ত হাসপাতালে তাঁর চিকিৎসা হয়েছে । অভিষেককে নিঃশর্ত ক্ষমা চেয়ে ভুল তথ্য প্রত্যাহার করতেও বলেছে চিকিৎসকদের যৌথ মঞ্চ।
তৃণমূলের সাধারণ সম্পাদকের অভিযোগ খারিজ করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি করলেন চিকিৎসকরা ৷ (ইটিভি ভারত) উল্লেখ্য, গত শুক্রবার ভোরে কোন্নগর বেঙ্গল ফাইন মোড়ের ডাম্পার চাপা পড়ে দুটি পা জখম হয় কোননগরের যুবকের। যুবকের বাড়ি বিবেক নগর দ্বারিক জঙ্গল বাই লেনে। যুবক পেশায় গাড়ির চালক। দুর্ঘটনায় পায়ে আঘাত পেয়ে প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি হন ওই যুবক । পরে অবস্থার অবনতি হলে তাঁকে আরজি করে নিয়ে যাওয়া হয় । অভিযোগ, এখানে প্রায় 3 ঘণ্টা বিনা চিকিৎসায় পড়ে থেকেই ওই যুবকের মৃত্যু হয় ।
এই চিঠি পাঠানোর আগেই অবশ্য আরজি কর মেডিক্যালে বিনা চিকিৎসায় মৃত্যু হয়নি বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি নস্যাৎ করেছিলেন হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়। তিনি জানান, হাসপাতালে আসার পর নিয়ম মেনে প্রয়োজনীয় সমস্ত চিকিৎসাই পেয়েছিলেন কোন্নগরের বাসিন্দা মৃত ওই যুবক । অস্থিবিশারদ ও ট্রমা কেয়ারের টিমের সিনিয়র চিকিৎসকরা ওই যুবকের চিকিৎসা শুরু করেছিলেন ৷ বেশ কয়েকটি পরীক্ষাও করা হয়েছিল ৷ সেই সংক্রান্ত যাবতীয় নথি তাঁর কাছে রয়েছে বলে দাবি করেন আরজি কর সুপার । তাই, বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর দাবিকে সম্পূর্ণ ভুল বলে উল্লেখ করেছেন তিনি। জুনিয়র চিকিৎসকরা বারবার একটা বিষয় স্পষ্ট করে জানিয়েছেন, কর্ম বিরতি চললেও পরিষেবা বন্ধ নেই ।