পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছাব্বিশে 215-রও বেশি আসন নিয়ে ফের ক্ষমতায় ফিরব, তৃণমূলের মেগা বৈঠকে বার্তা অভিষেকের - ABHISHEK BANERJEE

2026 সালে 215-রও বেশি আসন নিয়ে ফের বাংলায় ক্ষমতায় ফিরবে দল ৷ তৃণমূলের মেগা বৈঠকে এমনই বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

ETV BHARAT
তৃণমূলের মেগা বৈঠকে অভিষেক (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2025, 2:58 PM IST

কলকাতা, 27 ফেব্রুয়ারি: 2026 সালের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়তে দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত বিশেষ বৈঠকে তাঁর দাবি, "2026-এ 215-রও বেশি আসন নিয়ে আমরা আবার ক্ষমতায় আসব । বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রী হিসেবে চাইছে ।"

সন্দেশখালি-আরজি কর ইস্যুতে বিজেপিকে আক্রমণ

বৈঠকের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করে এদিন অভিষেক বলেন, "বিজেপি বারবার বাংলাকে কলুষিত করার চক্রান্ত করছে । সন্দেশখালি নিয়ে অপপ্রচার হয়েছে, আরজি কর হাসপাতালের ইস্যু তুলে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে । কিন্তু বাংলার মানুষ 2024-এর লোকসভা ভোটেই তাঁদের জবাব দিয়েছে । বিজেপির 18 আসন কমে 12-তে নেমে এসেছে । তবুও ওরা শিক্ষা নেয়নি । ষড়যন্ত্র এখনও চলছে ।"

ভোটের রণনীতি নিয়ে কর্মীদের বার্তা অভিষেকের (নিজস্ব চিত্র)

ভোটের রণনীতি ও দলীয় বার্তা

দলীয় কর্মীদের চাঙ্গা করতে অভিষেক বলেন, "দলের প্রতি নিষ্ঠা দেখাতে হবে, ভোটার তালিকা তৈরির কাজ খতিয়ে দেখতে হবে । কে কখন নির্দেশ দেবে তার জন্য অপেক্ষা করলে চলবে না । নিজের দায়িত্ব নিজেকেই পালন করতে হবে ।"

তিনি আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দুই-তৃতীয়াংশ আসন জিততে হবে, অর্থাৎ 196টি । কিন্তু আমরা 215-র লক্ষ্যমাত্রা নিয়ে এগবো । এক ছটাক জমিও বিজেপি-সিপিএম-কংগ্রেসকে ছাড়ব না । একাই লড়াই করব ।"

তৃণমূলের মেগা বৈঠকে কড়া বার্তা অভিষেকের (নিজস্ব চিত্র)

বিজেপিকে 'এজেন্সি নির্ভর' দল বলে কটাক্ষ

বিজেপিকে তীব্র আক্রমণ করে অভিষেক এদিন বলেছেন, "ওদের কাছে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, মিডিয়ার একাংশ রয়েছে । কিন্তু বাংলার মানুষের জন্য বুক দিয়ে লড়াই করা কর্মী নেই । আমাদের লক্ষ লক্ষ কর্মী বুকের রক্ত দিয়ে দলকে আগলে রেখেছেন, আগামীতেও রাখবেন ।"

ওড়ালেন দুর্নীতির অভিযোগ

প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম নিয়ে বিজেপির অভিযোগেরও জবাব দেন অভিষেক ৷ তাঁর কথায়, "সিবিআই নাকি আমার নামে চার্জশিট দিয়েছে । কোথাও আমার ঠিকানা নেই, পরিচয় নেই, শুধু নাম রয়েছে ! এটাই ওদের ভয়, যা দেখে আমার ভালোই লাগছে । আমি কথা পালটাই না । আগেও বলেছি, কেউ দুর্নীতির প্রমাণ দিতে পারলে ফাঁসির মঞ্চে চলে যাব ।"

দিল্লির বিরুদ্ধে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ

অভিষেক দাবি করেন, কেন্দ্র 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে, কিন্তু তৃণমূল সরকার বিকল্প ব্যবস্থা করে প্রকৃত উপভোক্তাদের টাকা দিয়েছে। তাঁর কথায়, "59 লক্ষ মানুষ এই প্রকল্পের টাকা পেয়েছেন । বাংলার মানুষকে বঞ্চিত করার ষড়যন্ত্র হয়েছে, সন্দেশখালি-আরজি কর দিয়ে আক্রমণ চালানো হয়েছে, কিন্তু আমরা বুক চিতিয়ে লড়ব । বাংলার ভাবমূর্তি নষ্ট করতে দেব না ।"

বৈঠক শেষে অভিষেক স্পষ্ট করেন, "বাংলার মানুষ চক্রান্তকারীদের উপযুক্ত জবাব দেবে । 2026-এ 215-রও বেশি আসন নিয়ে আমরা ফের ক্ষমতায় ফিরব ।"

ABOUT THE AUTHOR

...view details