দার্জিলিং, 27 নভেম্বর: খেলার ছলে খড়ের গাদায় আগুন ! চেষ্টা করেও ভাইকে বাঁচাতে পারল না বছর পাঁচের দাদা । খড়ের গাদায় আগুনে প্রাণ হারাল বছর চারের ভাই । বুধবার এই দুর্ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের সইদাবাদে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই শিশুর নাম গডউইন নাগ (4)। বুধবার বিকেলে গডউইন এবং তার মামাতো দাদা একসঙ্গে খড়ের গাদায় খেলছিল । তারা মাঠের মধ্যে রাখা খড় দিয়ে ঘর বানাচ্ছিল । এরপর খেলার ছলে প্রথমে তারা খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় । তারপর খড়ের গাদায় ঢোকে । তীব্র উত্তাপে দাদা বেরিয়ে গেলেও ভিতরে আটকে পড়ে ভাই গডউইন । মুহূর্তে আগুন ভয়াবহ আকার ধারণ করে । ভাইকেও টেনে বের করার চেষ্টা করে । কিন্তু শেষরক্ষা হয়নি । প্রাণ হারায় বছর চারের গডউইন ।