কলকাতা, 6 মে: রাতের কলকাতায় চপার দিয়ে রক্তাক্ত করা হল এক যুবককে । গতকাল রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে রাজাবাজারে । অভিযোগ, এলাকার তিন যুবককে কয়েকজন দুষ্কৃতী ধারালো চপার দিয়ে কোপ মেরে পালায় । গুরুতর জখম অবস্থায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা । ঘটনার তদন্তে নেমেছেন লালবাজারের গুন্ডাদমন শাখার গোয়েন্দারা ।
লালবাজার সূত্রের খবর, রাজাবাজারের এই ঘটনায় আহতদের নাম জুবের আলম, শেখ রাজা ও আসিফ আলম । পুলিশ জানিয়েছে, রবিবার রাত দেড়টা নাগাদ বাইকে করে কয়েকজন দুষ্কৃতী রাজাবাজার এলাকায় আসে । এলাকার বাসিন্দারা জানান, আহত তিন যুবকের সঙ্গে দুষ্কৃতীদের আগে থেকেই ঝামেলা ছিল । অভিযোগ, গতকাল রাতে তারা ফের বচসায় জড়ায় ওই তিন যুবকের সঙ্গে। এরপরেই তাঁদের উপর চড়াও হয় দুষ্কৃতীরা । ধারালো চপার দিয়ে তাঁদের একাধিক বার আঘাত করা হয় বলে অভিযোগ । পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে চলে আসায় দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানা গিয়েছে । খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ । এলাকার বাসিন্দাদের সাহায্যে পুলিশ তাদের রক্তাক্ত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় । সেখানেই তাঁরা চিকিৎসাধীন আছেন বলে জানা গিয়েছে ।