মেষ : আপনার সাহচর্যে সঙ্গী নিশ্চিন্ত ও নিরাপদ বোধ করবেন । প্রেমজীবন ভালোই কাটবে, কেননা প্রিয় মানুষের সঙ্গে আপনার সম্পর্ক সমন্বয়পূর্ণ হবে । বিনিয়োগের জন্য আজকের দিনটি শুভ হতে পারে । যদিও, আপনি বেশি কাজ করবেন ও আর্থিক বিষয় নিয়ে চিন্তা কম করবেন । পেশাগত ক্ষেত্রে আপনি আজ কাজে মনোনিবেশ করবেন । ব্যবহারিক দৃষ্টিভঙ্গির কারণে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা সহজ হয়ে যাবে । আপনি যেহেতু কঠোর পরিশ্রম করার মেজাজে থাকবেন, আপন অন্যদের থেকেও তাই আশা করবেন যার ফলে হতাশ হবেন ।
বৃষ : আজ একটি শুভদিন ৷ আপনি পরিবারের নৈতিক সমর্থন পাবেন, যা কিনা আপনাকে প্রবল আনন্দিত করে তুলবে । প্রিয়তম আপনার সান্নিধ্যে স্বচ্ছন্দ বোধ করবেন আজ ৷ যা সম্পর্কটিকে পরবর্তী পদক্ষেপের দিকে নিয়ে যাবে । আর্থিক ক্ষেত্রে, ভালো উপার্জন করার জন্য আপনাকে আরও সুশৃঙ্খল হতে হবে । সব মিলিয়ে আজকের দিনটির আনুকূল্যে আপনার চটজলদি কিছু লাভ হতে পারে । সবক্ষেত্রেই ভাগ্য আপনার সহায় থাকবে, বিশেষত পেশার ক্ষেত্রে । ভালো যোগাযোগের দক্ষতা ও প্রবল আত্মবিশ্বাসের সাহায্যে আপনি সাফল্য অর্জন করবেন আজ ।
মিথুন : প্রেমজীবন আজ শান্তিপূর্ণ থাকবে । রোমান্টিক কথোপকথন আপনার আবেগকে জাগিয়ে তুলবে । প্রিয়তমের সঙ্গে ভালো সময় কাটানোর ফলে দীর্ঘস্থায়ী সম্পর্কের পথ প্রশস্ত হবে । আর্থিক চাপের কারণে আপনি হয়ত খুব ভালো কাজ করতে পারবেন না । অকারণ চিন্তা করা থেকে বিরত থাকুন ও আগামী দিন যাতে ভালো হয় তার জন্য চেষ্টা করুন । অফিসে মেজাজের ওঠানামার কারণে সমস্যা হবে । আজকে সেরকম গুরুত্বপূর্ণ কিছুই ঘটবে না, সব মিলিয়ে একটি গড়পড়তা দিন কাটবে । আজকের দিনে নিজের দায়িত্বগুলি থেকে পালাবেন না ।
কর্কট : সারাদিনে মাথায় যে চাপ নিয়েছেন, জীবনসঙ্গী তার থেকে মুক্তি পেতে আপনাকে সাহায্য করবেন । যাই হোক, প্রিয় মানুষকে পাশে পাওয়ার ফলে মানসিক চাপ সামলানো আপনার জন্য কঠিন হবে না । আজকে খুব বেশি লাভ দেখতে পাওয়া যাচ্ছে না ৷ ফলে আর্থিক পরিস্থিতি গড়পড়তাই থাকবে । আপনার উদ্যমের মাত্রার কারণে কর্মক্ষেত্রে কোনওরকম মনোযোগ আকর্ষণ না করার চেষ্টা করবেন । আক্রমণাত্মক মনোভাব পরিস্থিতিকে আরও খারাপ করে দিতে পারে ৷ কাজেই নিজের কথা ও কাজ নিয়ে সতর্ক থাকুন ।
সিংহ : আজকে রোমান্সের দিন ও আপনি তা সম্পূর্ণ উপভোগ করবেন । আপনার সাহসিকতা প্রিয় মানুষটির বাসনা জাগিয়ে তুলবে ৷ ফলে প্রেমের ক্ষেত্রে আপনি মুখ্য ভূমিকা নেবেন আজ । আর্থিক অবস্থা ভালো থাকায় আপনি আজকে বেশি খরচ করতে প্ররোচিত হবেন । আশাবাদী থাকুন, কেননা সামনে আপনার জন্য আরও ভালো দিন আসছে । অফিসে আপনি আরও বেশি পরিশ্রম করবেন ৷ ফলে কর্মব্যস্ত পরিস্থিতি তৈরি হবে । রাগের উপর নিয়ন্ত্রণ রাখুন ও ঊর্ধ্বতনদের সঙ্গে মতবিরোধে যাবেন না ৷ নইলে অকারণ বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে ।
কন্যা : মনের ভাব মুখে প্রকাশ করার জন্য আজ ভালো দিন । আপনি হয়ত প্রিয় মানুষের সঙ্গে কোনও সুন্দর জায়গায় যাওয়ার পরিকল্পনা করবেন । পেশায় যুক্ত ব্যক্তিরা ভবিষ্যতের অগ্রগতি নিয়ে ভালো খবর পাবেন, এছাড়াও তাদের আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা আছে । কর্মক্ষেত্রে আপনি উদ্ভাবনী পরিকল্পনা ও ধারণা ভেবে বের করবেন, ফলে সংস্থার সঙ্গে আপনার মজবুত সম্পর্ক গড়ে উঠবে । গুরুত্বপূর্ণ কাজ ও দায়িত্ব হাতে নেওয়ার ফলে আপনার চিন্তাভাবনাও পরিণত হয়ে উঠবে আজ ।