হায়দরাবাদ, 21 ডিসেম্বর: লুচা লিব্রে তথা মেক্সিকান কুস্তির কিংবদন্তি মিগুয়েল অ্যাঞ্জেল লোপেজ ডায়াস প্রয়াত ৷ যিনি রেসলিং জগতে পরিচিত ছিলেন রে মিস্টেরিও সিনিয়র নামে ৷ 66 বছর বয়সে মারা গেলেন বর্ষীয়ান এই কুস্তিগীর ৷ শুক্রবার রে মিস্টেরিও সিনিয়রের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে তাঁর পরিবারের তরফে ৷ প্রয়াত কুস্তিগীর সম্পর্কে ছিলেন ডব্লিউডব্লিউই সুপারস্টার এবং একইসঙ্গে 'হল অফ ফেম' রে মিস্টেরিও জুনিয়রের কাকা ৷
মিস্টেরিও সিনিয়রের পুত্র মিগুয়েল অ্যারন লোপেজ হার্নান্ডেজ এদিন সোশাল মিডিয়ায় বাবার মৃত্যুসংবাদ জানান ৷ 1976 সালে পেশাদার কুস্তিগীরের তকমা পাওয়া মিস্টেরিও সিনিয়র কুস্তি জগতে সক্রিয় ছিলেন 2009 সাল পর্যন্ত ৷ তবে একবছর আগে অর্থাৎ, 2023 সালেও রিংয়ে দেখা গিয়েছিল কিংবদন্তিকে ৷ ওয়ার্ল্ড রেসলিং অ্যাসোসিয়েশেনের অধীনে ওয়ার্ল্ড জুনিয়র লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ খেতাব ছিল তাঁর ঝুলিতে ৷ পরবর্তীতে ভাইপো রে মিস্টেরিও জুনিয়রের সঙ্গে জুটি বেঁধে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপও জিতেছিলেন মিস্টেরিও সিনিয়র ৷