হায়দরাবাদ, 5 ডিসেম্বর:বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দেশের তারকা শাটলার পুসারলা ভেঙ্কট সিন্ধু । চলতি মাসের 22 তারিখে ভেঙ্কটা দত্ত সাইয়ের সঙ্গে চারহাত এক হবে অলিম্পিকজয়ী ব্যাডমিন্টন তারকার ৷ বিয়ের আসর বসবে রাজস্থানের উদয়পুরে । জীবনের নয়া ইনিংস শুরুর আগে ইনাডু’কে একান্ত সাক্ষাৎকারে বিয়ে, কেরিয়ার এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অকপট দু’বারের অলিম্পিকজয়ী ব্যাডমিন্টন তারকা ।
এর আগে সিন্ধুর বাবা পিভি রমনা জানিয়েলেন, দুই পরিবারই একে অপরকে দীর্ঘদিন ধরে চেনে । এক মাস আগে সিন্ধু-ভেঙ্কটার বিয়ের তারিখ ঠিক হয় । এবার একধাপ এগিয়ে সিন্ধু জানিয়ে দিলেন, প্যারিস অলিম্পিক্সের পরই তাঁদের বিয়ের তারিখ ঠিক হয়েছিল ৷ কিন্তু তাঁর ব্যস্ত সূচির কারণে তা পিছতে হয়েছে ৷ সিন্ধু বলেন, ‘‘আমি বাবা-মায়ের আশীর্বাদে জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে পেরে খুশি । ওরা আমার ব্যাডমিন্টন যাত্রাকে সমর্থন করার জন্য কঠোর পরিশ্রম করেছে । আমি প্যারিস অলিম্পিকের পরে বিয়ের পরিকল্পনা করেছিলাম, কিন্তু আমার টাইট শিডিউলের কারণে তা দেরি হয়ে গেল ।’’
উদয়পুরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান । 24 ডিসেম্বর হায়দরাবাদে গ্র্যান্ড রিসেপশন । স্বামী সাই ভেঙ্কটা দত্ত পসিডেক্স টেকনোলজিসের এক্সিকিউটিভ ডিরেক্টর । ব্যাডমিন্টন না-খেললেও, সাই একজন ক্রীড়া অনুরাগী ৷ হবু স্ত্রী’র খেলারও যাবতীয় খোঁজখবর রাখেন ৷ সিন্ধু বলেন, ‘‘ভেঙ্কট সবসময় পাশে থাকে । ও খুবই ব্যস্ত, কোম্পানির প্রচুর দায়দায়িত্ব রয়েছে ৷ ব্যস্ততার মধ্যেও সাই খেলাধূলার যথেষ্ট খবর রাখে ৷’’
মোটরস্পোর্টের প্রতি আগ্রহ রয়েছে সিন্ধুর হবু স্বামীর ৷ তাঁর সংগ্রহে রয়েছে একাধিক সুপার বাইক এবং স্পোর্টস কারও । আইপিএলে দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্টের সঙ্গেও যুক্ত ছিলেন সাই ৷
কেরিয়ারের ভবিষ্যৎ কী