মেলবোর্ন, 24 জানুয়ারি: আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেনে কী আর অংশ নেবেন নোভাক জকোভিচ? চোটের কারণে শুক্রবার সার্বিয়ান তারকার অপ্রত্যাশিত বিদায়ের পর সবচেয়ে বড় প্রশ্ন এটাই ৷ মেলবোর্ন পার্ক ছাড়ার আগে জকোভিচ নিজেই উত্তর দিলেন সেই জল্পনার ৷ আর সেই উত্তর শুনে খুব একটা খুশি হবেন না তাঁর অনুরাগীরা ৷ রড লেভার এরিনায় 10বারের খেতাবজয়ী আগামী বছর যে ফিরবেন, সে ব্যাপারে কোনও নিশ্চয়তা দিলেন না ৷ অর্থাৎ, সেদিক থেকে দেখতে গেলে হয়তো প্রিয় অস্ট্রেলিয়ান ওপেনে শেষ ম্য়াচটা শুক্রবার খেলে ফেললেন 'জোকার' ৷
একাদশতম খেতাবজয়ের লক্ষ্যে এদিন সেমিফাইনালে আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হয়েছিলেন জকোভিচ ৷ তুল্যমূল্য লড়াইয়ের পর টাইব্রেকারে প্রথম সেট জিতে নেন জার্মানির তরুণ ৷ এরপর পেশি ছিঁড়ে যাওয়ার কারণে ম্যাচ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন 24টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ৷ লড়াই অসম্পূর্ণ রেখেই কোর্ট ছাড়েন সার্বিয়ান মায়েস্ত্রো ৷ ফলত প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছে যান জেরেভ ৷