পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

শেয়ার না-পেলে আর লগ্নি নয়, ইনভেস্টরের ঘোষণায় বিপাকে মহামেডান - MOHAMMEDAN SPORTING IN TROUBLE

আইএসএলে সবেমাত্র ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন ফুটবলাররা ৷ কিন্তু বিনিয়োগকারী সংস্থা বেঁকে বসেছে বিনিয়োগ করায় ৷ কিন্তু কেন?

MOHAMMEDAN SPORTING IN TROUBLE
বিপাকে মহামেডান (IANS)

By ETV Bharat Sports Team

Published : Jan 21, 2025, 3:30 PM IST

কলকাতা, 21 জানুয়ারি: প্রতিশ্রুতিকে ঢাল করে সমস্যা মেটানোর চেষ্টা নয়। এবার সরাসরি মহামেডান ক্লাব এবং সহযোগী ইনভেস্টরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বর্তমান লগ্নিকারী সংস্থা শ্রাচী স্পোর্টস। খোলা চিঠিতে তাঁরা জানিয়ে দিল শেয়ার না-পেলে আর কোনও বিনিয়োগ নয়। ফলত মহামেডান ক্লাবের ফুটবলারদের বকেয়া বেতন সমস্যা আরও জটিল হয়ে উঠল। তাঁরা যে প্রতিশ্রুতিতে ভুলবেন না, তার ইঙ্গিত ইতিমধ্যেই দিয়েছেন ফুটবলাররা । সোমবারও দলের প্র্যাকটিসে মূল দলের কোনও ফুটবলার যোগ দেননি। যে পাঁচ ফুটবলার এসেছিলেন তাঁরা নবাগত। সবমিলিয়ে বর্তমান লগ্নিকারী সংস্থার খোলা চিঠিতে আইএসএলের মাঝে বিশ বাঁও মহামেডান।

অথচ দলের ফুটবলাররা ঘুরে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন। বকেয়া বেতনের জবাব দিতে মঞ্চ হিসেবে পারফরম্যান্সকেই বেছে নিয়েছেন তাঁরা। বেঙ্গালুরু এফসি'কে তাদের ঘরের মাঠে হারানোর পরে চেন্নাইয়িন এফসি'র বিরুদ্ধে ঘরের মাঠে লড়াকু ড্র করেছে সাদা-কালো। ফুটবলাররা নিঙড়ে দিলেও কলকাতার তৃতীয় প্রধানের মাঠের বাইরের সমস্যা মিটছে না। বেতন না-পেয়ে অনুশীলনে নামতে নিমরাজি ফুটবলারদের প্রতিশ্রুতি দিয়ে অনুশীলনে নামানো হয়েছিল। প্রতিশ্রুতিতে ভর করেই বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ফুটবলাররা। তারপরেও প্রতিশ্রুতি পালন হয়নি। পূর্বঘোষণা মত গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফুটবলারদের সঙ্গে সাদা-কালো কর্তাদের আলোচনায় বসার কথা ছিল। কিন্তু আন্দ্রে চের্নিশভ, মেহেরাজউদ্দিন এবং বাকি কোচিং স্টাফেরা বৈঠকে আসলেও ফুটবলারদের দেখা মেলেনি। পরবর্তীতে লগ্নিকারী সংস্থা এবং ক্লাব কর্তাদের বক্তব্যে প্রচুর গরমিল পাওয়া যায়।

এক প্রেস রিলিজে শ্রাচী স্পোর্টস জানিয়েছে, তাঁরা নিজেদের প্রতিশ্রুতি মেনে 50 শতাংশ বিনিয়োগ ইতিমধ্যেই করে ফেলেছে ৷ অথচ পরিপ্রেক্ষিতে প্রতিশ্রুতিমত শেয়ার তাঁদের হস্তান্তর করা হয়নি ৷ এবিষয়ে ক্লাবকর্তা এবং প্রধান বিনিয়োগকারী সংস্থা বাঙ্কার হিলকে কাঠগড়ায় তোলা হয়েছে শ্রাচীর তরফে ৷ ক্লাবের সঙ্গে প্রথম যে মউ চুক্তি স্বাক্ষর হয়েছিল তার মেয়াদ পেরিয়ে গেলেও নয়া মউ চুক্তি এখনও স্বাক্ষর হয়নি বলেও প্রেস রিলিজে জানিয়েছে শ্রাচী ৷

ইনভেস্টের সংস্থার প্রেস রিলিজ (ETV Bharat)

শুধু ফুটবলারদের বকেয়া বেতনই নয়, কান পাতলে আরও অন্য অনেক সমস্যার কথা শোনা যাচ্ছে। যা পূরণ না-হলে হয়তো আরও বড় সমস্যা অপেক্ষা করছে শতাব্দীপ্রাচীন ক্লাবের জন্য। সেই সমস্যাগুলো যে হাওয়ায় ভেসে আসা কিছু শব্দগুচ্ছ নয়, তা বর্তমান লগ্নিকারী সংস্থার চিঠিতে প্রমাণিত। ফুটবলারদের পারফরম্যান্সে মহমেডানে আলো ফেরার ইঙ্গিত থাকলেও ক্লাব-বিনিয়োগকারীর মতানৈক্যে সাদা-কালো বিবর্ণ ষ

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details