কলকাতা, 21 জানুয়ারি: প্রতিশ্রুতিকে ঢাল করে সমস্যা মেটানোর চেষ্টা নয়। এবার সরাসরি মহামেডান ক্লাব এবং সহযোগী ইনভেস্টরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বর্তমান লগ্নিকারী সংস্থা শ্রাচী স্পোর্টস। খোলা চিঠিতে তাঁরা জানিয়ে দিল শেয়ার না-পেলে আর কোনও বিনিয়োগ নয়। ফলত মহামেডান ক্লাবের ফুটবলারদের বকেয়া বেতন সমস্যা আরও জটিল হয়ে উঠল। তাঁরা যে প্রতিশ্রুতিতে ভুলবেন না, তার ইঙ্গিত ইতিমধ্যেই দিয়েছেন ফুটবলাররা । সোমবারও দলের প্র্যাকটিসে মূল দলের কোনও ফুটবলার যোগ দেননি। যে পাঁচ ফুটবলার এসেছিলেন তাঁরা নবাগত। সবমিলিয়ে বর্তমান লগ্নিকারী সংস্থার খোলা চিঠিতে আইএসএলের মাঝে বিশ বাঁও মহামেডান।
অথচ দলের ফুটবলাররা ঘুরে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন। বকেয়া বেতনের জবাব দিতে মঞ্চ হিসেবে পারফরম্যান্সকেই বেছে নিয়েছেন তাঁরা। বেঙ্গালুরু এফসি'কে তাদের ঘরের মাঠে হারানোর পরে চেন্নাইয়িন এফসি'র বিরুদ্ধে ঘরের মাঠে লড়াকু ড্র করেছে সাদা-কালো। ফুটবলাররা নিঙড়ে দিলেও কলকাতার তৃতীয় প্রধানের মাঠের বাইরের সমস্যা মিটছে না। বেতন না-পেয়ে অনুশীলনে নামতে নিমরাজি ফুটবলারদের প্রতিশ্রুতি দিয়ে অনুশীলনে নামানো হয়েছিল। প্রতিশ্রুতিতে ভর করেই বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ফুটবলাররা। তারপরেও প্রতিশ্রুতি পালন হয়নি। পূর্বঘোষণা মত গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফুটবলারদের সঙ্গে সাদা-কালো কর্তাদের আলোচনায় বসার কথা ছিল। কিন্তু আন্দ্রে চের্নিশভ, মেহেরাজউদ্দিন এবং বাকি কোচিং স্টাফেরা বৈঠকে আসলেও ফুটবলারদের দেখা মেলেনি। পরবর্তীতে লগ্নিকারী সংস্থা এবং ক্লাব কর্তাদের বক্তব্যে প্রচুর গরমিল পাওয়া যায়।