পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পারফর্ম্যান্স নয় ! মহমেডান স্পোর্টিংয়ের আভ্যন্তরীণ দ্বন্দ্বে মনযোগ চের্নিশভের - MOHAMMEDAN COACH RAISE CONTROVERSY

আইএসএলে শেষ পাঁচ ম্যাচের চারটিতেই হারের মুখ দেখতে হয়েছে মহমেডানকে । সচিব ইস্তিয়াক কোচ চের্নিশভের অপসারণের দাবি তোলেন । তাঁকেই এবার ঠুঁকলেন মহমেডানের হেডস্যর ?

Mohammedan SC Coach Andrey Chernyshov
আন্দ্রে চের্নিশভ (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : 5 hours ago

কলকাতা, 14 ডিসেম্বর: আন্দ্রে চের্নিশভ কি মহমেডান স্পোর্টিং ক্লাবের আভ্যন্তরীণ টানাপোড়েনে জড়িয়ে পড়ছেন ? না-হলে খেলার বাইরের প্রসঙ্গ কেন তাঁর মুখে উঠে আসবে ? এবং তা কিছটা অপ্রাসঙ্গিকভাবে ।

সাংবাদিক বৈঠক তখন শেষের পথে । কোনও প্রশ্ন ছাড়াই হঠাৎ করে মহমেডান স্পোর্টিং কোচ আন্দ্রে চের্নিশভের গলায় শোনা গেল ক্লাবের সভাপতি আমিরুদ্দিন ববি, সহ-সভাপতি মহম্মদ কামারুদ্দিন, দলের ম্যানেজার দীপেন্দু বিশ্বাস, লগ্নিকারী সংস্থার কর্তাদের প্রশংসা । কিন্তু তাতে নাম নেই মহমেডান ক্লাবের সচিব ইস্তিয়াক আহমেদের । যা আরও একবার দিনের আলোর মতো স্পষ্ট করে দিল মহমেডানের অন্তর্দ্বন্দ্বের । কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করে সাদা-কালো শিবিরের প্রেসিডেন্ট নবনিযুক্ত লগ্নিকারী সংস্থার দুই শীর্ষকর্তাকে কার্যকরী কমিটিতে অর্ন্তভুক্তির কথা জানিয়েছিলেন । এবং সেটা নাকি করা হয়েছে দুই লগ্নিকারী সংস্থার পারস্পরিক দোষারোপে রাশ টানতেই ।

মহমেডান স্পোর্টিংয়ের আভ্যন্তরীণ দ্বন্দ্বে মনযোগ চের্নিশভের (ইটিভি ভারত)

আইএসএলে শেষ পাঁচ ম্যাচের চারটিতেই হারের মুখ দেখতে হয়েছে মহমেডানকে । এরই মধ্যে সচিব ইস্তিয়াক কোচ চের্নিশভের অপসারণের দাবি তোলেন । দ্রুত সেই পরিস্থিতি সামাল দিতে ক্লাবে সাংবাদিক বৈঠক করে সভাপতি, সহ-সভাপতি এবং লগ্নিকারী সংস্থার দুই কর্তা জানিয়ে দেন, তাঁরা কোচের পাশেই রয়েছেন । পরোক্ষভাবে সচিবের কথা পাত্তা না-দেওয়ার কথাও জানান । এমনকী চের্নিশভ এও জানিয়ে দেন, মাঠের বাইরে তাঁর নামে সমালোচনা হলেও তিনি একেবারেই পাত্তা দিচ্ছেন না । প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি চের্নিশভ শনিবার সচিবের নাম না-নিয়ে তাঁকে খোঁচা দিলেন ?

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details