পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বৃষ্টিতে ভেস্তে গেল প্রথম দিনের খেলা ! টিকিটের টাকা ফেরাবে ক্রিকেট অস্ট্রেলিয়া - INDIA VS AUSTRALIA

40% বৃষ্টির সম্ভাবনা ছিল ব্রিসবেনে ৷ সকাল থেকে সম্ভাবনা সত্যি করেই ভেসেছে গাব্বা ৷ বৃষ্টির দাপটে 13.2 ওভার খেলেই শেষ প্রথম দিনের খেলা ৷

India vs Australia Brisbane Test
বৃষ্টিতে ভেস্তে গেল প্রথম দিনের খেলা (AFP)

By ETV Bharat Sports Team

Published : 5 hours ago

ব্রিসবেন, 14 ডিসেম্বর: গাব্বায় শুরু হয়েছে বর্ডার গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট ৷ গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথম দিনই ধুয়ে গেল বৃষ্টিতে ৷ টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা ৷ ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায় ৷ আধঘণ্টা পর ফের খেলা শুরু হলেও তা 13.2 ওভারের বেশি থিতু হয়নি ৷ প্রথম দিনের শেষে অজিদের স্কোর 28/0 ৷

পারথে সিরিজের প্রথম ম্যাচে একপেশে জয় ৷ মানসিকভাবে এগিয়ে থেকে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে নেমেও গোহারান হেরেছে ভারত ৷ ব্রিসবেনে জিতলে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দৌড়ে ফিরবে টিম ইন্ডিয়া ৷ ব্রিসবেনে যদিও দু’দলের সামনেই সিরিজে এগিয়ে যাওয়ার হাতছানি রয়েছে ৷ ফলে ভারত ও অস্ট্রেলিয়া, দু’দলের কাছেই ম্যাচটি গুরুত্বপূর্ণ ৷

আবহাওয়ার পূর্বাভাস

আজ 40% বৃষ্টির সম্ভাবনা ছিল ব্রিসবেনে ৷ যা সত্যি করে ইতিমধ্যেই বৃষ্টির কারণে ভেসে গিয়েছে টেস্টের প্রথম দিনের খেলা ৷ দ্বিতীয় এবং তৃতীয় দিনে বৃষ্টির সম্ভাবনা 20% ৷ চতুর্থ ও পঞ্চম দিনে বৃষ্টির সম্ভাবনা প্রায় 50% ।

অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার কাছে 10 উইকেটে হারে ভারত নেমে গিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে ৷ শীর্ষে পৌঁছে গিয়েছে অজিরা ৷ ফলে রোহিত শর্মাদের কাছে কার্যত ‘অনিশ্চিত’ হয়ে গিয়েছে ডব্লিউটিসি ফাইনাল ৷ এই অবস্থায় ভারতকে প্রতিটি ম্যাচ জিততে হবে ৷ বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে চাপ বাড়বে টিম ইন্ডিয়ার ৷

ভারতীয় দল: যশস্বী জসওয়াল, লোকেশ রাহুল, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, রোহিত শর্মা (অধিনায়ক ), নীতীশ কুমার রেড্ডি, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও আকাশ দীপ ৷

অস্ট্রেলিয়া দল: উসমান খোয়াজা, নাথান ম্যাকসিনি, মার্নাস ল্যাবুশানে, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জোস হ্যাজেলউড ৷

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details