ব্রিসবেন, 14 ডিসেম্বর: গাব্বায় শুরু হয়েছে বর্ডার গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট ৷ গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথম দিনই ধুয়ে গেল বৃষ্টিতে ৷ টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা ৷ ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায় ৷ আধঘণ্টা পর ফের খেলা শুরু হলেও তা 13.2 ওভারের বেশি থিতু হয়নি ৷ প্রথম দিনের শেষে অজিদের স্কোর 28/0 ৷
পারথে সিরিজের প্রথম ম্যাচে একপেশে জয় ৷ মানসিকভাবে এগিয়ে থেকে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে নেমেও গোহারান হেরেছে ভারত ৷ ব্রিসবেনে জিতলে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দৌড়ে ফিরবে টিম ইন্ডিয়া ৷ ব্রিসবেনে যদিও দু’দলের সামনেই সিরিজে এগিয়ে যাওয়ার হাতছানি রয়েছে ৷ ফলে ভারত ও অস্ট্রেলিয়া, দু’দলের কাছেই ম্যাচটি গুরুত্বপূর্ণ ৷
আবহাওয়ার পূর্বাভাস
আজ 40% বৃষ্টির সম্ভাবনা ছিল ব্রিসবেনে ৷ যা সত্যি করে ইতিমধ্যেই বৃষ্টির কারণে ভেসে গিয়েছে টেস্টের প্রথম দিনের খেলা ৷ দ্বিতীয় এবং তৃতীয় দিনে বৃষ্টির সম্ভাবনা 20% ৷ চতুর্থ ও পঞ্চম দিনে বৃষ্টির সম্ভাবনা প্রায় 50% ।