বৃষ্টিতে ধুয়ে যেতে পারে খেলা ! গাব্বায় মাথাব্যথা এখন আবহাওয়া - BORDER GAVASKAR TROPHY
শনিবার থেকে 40% বৃষ্টির সম্ভাবনা রয়েছে ব্রিসবেনে ৷ ম্যাচের চতুর্থ ও পঞ্চম দিনে বৃষ্টির সম্ভাবনা 50%। ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে বাধা হয়ে দাঁড়াচ্ছে আবহাওয়া ৷
ব্রিসবেন, 13 ডিসেম্বর: শনিবার থেকে গাব্বায় শুরু হচ্ছে বর্ডার গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট ৷ পারথে সিরিজের প্রথম ম্যাচে একপেশে জয় ৷ মানসিকভাবে এগিয়ে থেকে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে নেমেও গোহারান হেরেছে ভারত ৷ ব্রিসবেনে জিতলে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দৌড়ে ফিরবে টিম ইন্ডিয়া ৷ যদিও 1947 সালের দ্বিপাক্ষিক সিরিজে এই অ্যাডিলেডেই 58 রানে বান্ডিল হয়ে যাওয়ার লজ্জার ইতিহাসও রয়েছে ভারতের ৷
দ্বিতীয় এবং তৃতীয় টেস্টের মধ্যে 6 দিনের বিশ্রাম পেয়েছে ভারত ৷ একপেশেভাবে প্রথম টেস্ট জেতার পর দ্বিতীয় টেস্টে লজ্জায় পড়তে হয়েছে ৷ ফলে যেনতেন প্রকরণে তৃতীয় টেস্ট মুঠোয় পুরতে চাইবে ভারত । কিন্তু সমস্যা এখন ব্রিসবেনের আবহাওয়া ৷ বৃষ্টিতে ভেসে যেতে পারে খেলা ৷
আবহাওয়ার পূর্বাভাস
শনিবার থেকে 40% বৃষ্টির সম্ভাবনা রয়েছে অ্যাডিলেড ওভালে ৷ ফলে বৃষ্টির কারণে ভেসে যেতে পারে টেস্টের প্রথম দিনের খেলা ৷ বিকেলেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ তাপমাত্রা প্রায় 27 ডিগ্রি সেলসিয়াসের আসেপাশে থাকবে ৷ বিকেলের দিকে তা নামতে পারে 25 ডিগ্রি সেলসিয়াসে । দ্বিতীয় এবং তৃতীয় দিনে বৃষ্টির সম্ভাবনা 20% ৷ চতুর্থ ও পঞ্চম দিনে বৃষ্টির সম্ভাবনা প্রায় 50% ।
অস্ট্রেলিয়া বনাম ভারত তৃতীয় টেস্ট 14 থেকে 18 ডিসেম্বর চলবে । তৃতীয় টেস্ট শুরু হবে ভারতীয় সময় সকাল 5:50 মিনিটে এবং স্থানীয় সময় সকাল 10:30 মিনিট । টস হবে ভারতীয় সময় সকাল 5:20 তে । অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার কাছে 10 উইকেটে হারে ভারত নেমে গিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে ৷ শীর্ষে পৌঁছে গিয়েছে অজিরা ৷ ফলে রোহিত শর্মাদের কাছে কার্যত ‘অনিশ্চিত’ হয়ে গিয়েছে ডব্লিউটিসি ফাইনাল ৷ এই অবস্থায় ভারতকে প্রতিটি ম্যাচ জিততে হবে ৷ বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে চাপ বাড়বে টিম ইন্ডিয়ার ৷