লাহোর, 27 ফেব্রুয়ারি:বছর দেড়েক আগে ভারতের মাটিতে বিশ্বকাপে ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কার মত বাঘা-বাঘা দলগুলোকে হারিয়ে চমকে দিয়েছিল আফগানিস্তান ৷ একদা বাইশ গজে 'দুধের শিশু' আফগানিস্তান এখন প্রথমসারির দলগুলোর সমীহের কারণ ৷ বিশ্বকাপে শেষ পর্যন্ত সেমিফাইনালের দৌড়ে থাকা একটা দল চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেকে যে ভালো ফলাফল করবে, প্রত্যাশা রেখেছিলেন অনুরাগীরা ৷ প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারলেও দ্বিতীয় ম্যাচে অনুরাগীদের প্রত্যাশায় সিলমোহর দিল তালিবান-শাসিত দেশটির ক্রিকেটযোদ্ধারা ৷
আইসিসি ইভেন্টে আবারও ইংরেজ 'বধ' করে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে পৌঁছনোর দাবি জোরালো করল কাবুলিওয়ালার দেশ ৷ অন্যদিকে আফগানদের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছুটি হয়ে গেল জস বাটলার অ্যান্ড কোম্পানির ৷ রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে আট রানে হারাল হাসমতুল্লাহ শাহিদির দল ৷ বুধবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ব্যাট হাতে আফগানদের জয়ের নায়ক যদি হন ইব্রাহিম জাদরান তবে বল হাতে নায়ক আজমতুল্লাহ ওমারজাই ৷ আফগান ক্রিকেটারদের দাপটে এদিন জলে গেল ওডিআই ক্রিকেটে প্রত্যাবর্তনের পর জো রুটের পয়লা শতরান ৷
তাঁর আগে গদ্দাফি স্টেডিয়ামে অবশ্য দুর্ধর্ষ শতরানে অনুরাগীদের মন জিতে নেন জাদরান ৷ জোফ্রা আর্চার, জেমি ওভার্টনদের নিয়ে ছেলেখেলা করে চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যক্তিগত সর্বাধিক রানের নজির গড়েন আফগান ব্যাটার ৷ ভেঙে দেন দিনকয়েক আগে প্রতিপক্ষ ওপেনার বেন ডাকেটের নজির ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইংরেজ ওপেনার খেলেছিলেন 165 রানের ইনিংস ৷ ভেঙে দিয়েছিলেন ন্যাথন অ্য়াসলে এবং অ্যান্ডি ফ্লাওয়ারের 145 রানের ইনিংস ৷ এদিন ডাকেটকে ছাপিয়ে নয়া উচ্চতায় নিজেকে তুলে ধরলেন জাদরান ৷