দুবাই, 27 ফেব্রুয়ারি:সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ গ্রুপের শেষ ম্য়াচের আগে শিবিরের মেজাজ স্বভাবতই ফুরফুরে ৷ এমন সময় ভারতীয় শিবিরে আরেকটি ভালো খবর ৷ বাবার মৃত্যুর খবর পেয়ে চ্য়াম্পিয়ন্স ট্রফি শুরুর আগে দুবাইয়ে ভারতীয় শিবির ছেড়ে দেশে ফিরেছিলেন মর্নে মর্কেল ৷ তবে বুধবার নিউজিল্যান্ড ম্য়াচের আগে ভারতীয় দলের প্রথম অনুশীলনে প্রত্য়াবর্তন ঘটেছে বোলিং কোচের ৷ অর্থাৎ, পূর্ণ শক্তির কোচিং স্টাফ নিয়ে 'ব্ল্যাক ক্য়াপসে'র বিরুদ্ধে নামার আগে প্রস্তুতি শুরু হল টিম ইন্ডিয়ার ৷
পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর অনুশীলনে দু'দিন ছুটি ছিল ভারতীয় দলের ৷ বুধবার দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্য়াকাডেমিতে নৈশালোকে অনুশীলন সারেন ভারতীয় ক্রিকেটাররা ৷ উদ্বেগ দূর করে এদিনের অনুশীলনে হাজির ছিলেন স্টাম্পার-ব্যাটার ঋষভ পন্তও ৷ ভাইরাল জ্বর থাবা বসানোয় পাক ম্য়াচের আগে অনুশীলনে গরহজির ছিলেন তিনি ৷ তবে কেএল রাহুলের পরিবর্তে মিচেল স্য়ান্টনারদের বিরুদ্ধে মাঠে নামার সম্ভাবনা খুব একটা নেই তাঁর ৷ মর্নে মর্কেল এবং ঋষভ পন্তকে নিয়ে খুশির খবরের মাঝে ভারতীয় শিবিরে উদ্বেগের খবরও রয়েছে ৷