পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

নন্দীগ্রামে প্রতারণার বদলা নেবই, তমলুকের প্রচারে অধিকারী পরিবারকে আক্রমণ মমতার - Lok Sabha Election 2024

Mamata trains guns at Adhikaris: আজ না হলেও কাল নন্দীগ্রামে প্রতারণার বদলা নেবই ৷ তমলুকে প্রচারে গিয়ে এমনই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ দিন তিনি তুলোধোনা করেছেন অধিকারী পরিবারকে ৷

ETV BHARAT
তমলুকে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় (ছবি: ফেসবুক)

By ETV Bharat Bangla Team

Published : May 16, 2024, 3:27 PM IST

Updated : May 16, 2024, 3:51 PM IST

তমলুক, 16 মে: তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হয়ে প্রচারে গিয়ে অধিকারী পরিবারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বারবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে 'গদ্দার' বলে কটাক্ষ করার পাশাপাশি, তাঁর বাবা শিশির অধিকারীকেও নিশানা করেন তৃণমূল নেত্রী ৷ বিধানসভা ভোটে নন্দীগ্রামে পরাজয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে ৷ নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোট লুট করা হয়েছে ৷ শুভেন্দুর খাসতালুকে দাঁড়িয়ে মমতা হুঁশিয়ারি দিয়েছেন, তিনি এর বদলা নিয়েই ছাড়বেন ৷

বৃহস্পতিবার তমলুকের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মূল নিশানা ছিল অধিকারী পরিবার ৷ শুরুতেই তিনি টেনে আনেন গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের ফলাফলের প্রসঙ্গ ৷ মুখ্যমন্ত্রী বলেন, "নন্দীগ্রামের ঘটনায় আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে ৷ রিগিং করা হয়েছে ৷ ভোট লুট করা হয়েছে ৷ কেন্দ্রে বিজেপি আছে বলে নির্বাচন কমিশনকে দিয়ে সেদিন ডিএম, এসপি সবাইকে সরিয়ে দিয়েছিল ৷ ভোটের পর লোডশেডিং করে দিয়ে ভোটে জিতেছিল ৷ আমি আজ না হোক কাল এর বদলা নেবই ৷ চিরকাল বিজেপি থাকবে না ৷ চিরকাল ইডি-সিবিআই কোলে করে রাখবে না ৷ ওটা নন্দীগ্রামের মানুষের রায় নয় ৷ এর বদলা আমি নেবই ৷"

এরপর নন্দীগ্রাম আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে শুভেন্দুর পাশাপাশি শিশির অধিকারীকেও নিশানা করেন তৃণমূল নেত্রী ৷ তিনি বলেন, "নন্দীগ্রামে বাপ-বেটা কোথায় ছিলেন ? সিপিএমের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে গণহত্যা ঘটিয়েছিলেন ৷ সেদিন আমি না থাকলে নন্দীগ্রাম থাকত না ৷ রাতের পর রাত রাস্তায় কাটিয়েছি ৷ মানুষের পাশে থেকেছি ৷ আজও একুশে জুলাইয়ে নন্দীগ্রাম যায় ৷ আমরা শহিদদের সম্মান জানাই ৷"

মমতা অধিকারী পরিবারের বিরুদ্ধে তোপ দেগে আরও বলেন, "বাপ-বেটা তো ছিল ৷ কোন কাজটা করেছে 10 বছর ৷ আমাদের মন্ত্রী যখন ছিল, যা পেরেছে লুটে নিয়েছে ৷ যখন তৃণমূল তৈরি করি, তখন বাপও ছিল না বেটাও ছিল না ৷ যাদের নিজেদের কোটি কোটি টাকার সম্পত্তি, তারা বিজেপিতে গিয়েছে নিজেদের টাকা বাঁচানোর জন্য ৷ কারণ ভাজপা ওয়াশিং মেশিন ৷"

আদালতের রায়ে নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি যাওয়ার প্রসঙ্গেও শুভেন্দু অধিকারীকে একহাত নিয়েছেন মমতা ৷ তিনি বলেন, "টিচারদের চাকরি গেল যখন, তখন বাবুমশাই বললেন বোমা ফাটাব ৷ বলে, 26 হাজার ছেলেমেয়ের চাকরি যাবে ৷ আমি ওদের সঙ্গে আছি, থাকব ৷ অন্যের ঘর ভাঙলে নিজের ঘরও ভাঙে ৷ এই 26 হাজার ছেলেমেয়ে মুখ খুলছে না ৷ ওঁরা যদি বলেন, কার কাছ থেকে কত নিয়েছেন, তাহলে এই মেদিনীপুরে সংখ্যাটাই বেশি ৷ কে বেশি টাকা খেয়েছে সব ফাঁস হয়ে যাবে ৷ ওঁদের বলব, আমি কারওকে বলব না ৷ চুপচাপ আমাকে বলে দেবেন ৷ আমি কারও ক্ষতি করব না ৷ আপনাদের জেলায় চাকরিখেকো বাঘ রয়েছে ৷ বোমা ফাটাবে, চাকরি খাবে ৷ জনগণ সাবধান ৷"

এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করে তাঁকে ফোর টোয়েন্টি বলে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "আমি মোদিবাবু বলব না ৷ আমি ওঁকে বলব গ্যারান্টি বাবু ৷ যেমন বলি গদ্দার ৷ তিনি বলছেন বিনা পয়সায় চাল দিচ্ছেন ৷ 2 বছর ধরে দিয়েছেন ? ফোর টোয়েন্টি, নতুন গ্যারান্টি ৷ বাড়ি বাড়ি বিনা পয়সায় গ্যাস দেবে বলছে ৷ মিথ্যে কথা বলছে, তার উত্তর কী ? ফোর টোয়েন্টি গ্যারান্টি গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বেলুন ৷ বলছে, বিনা পয়সায় বিদ্যুৎ দেব ৷ দেয়নি ৷ বলছে, 70 বছর বয়সের পর চিকিৎসা করে দেব ৷ মিথ্যুক ৷ আগে বলোনি কেন ? ইলেকশনের সময় ভাঁওতা দেওয়া ৷ মোদি জিতবে না, নিশ্চিন্ত থাকুন ৷ আর যদি জিতে যায়, তাহলে হাজার টাকার গ্যাস হবে দু হাজার টাকা ৷ বাহবা গ্যারান্টিলাল, বাহবা গদ্দার দালাল ৷" বাংলায় তিনি ক্যা হতে দেবেন না বলে ফের সাফ জানান মমতা ৷ বলেন, "ক্যা করতে দেব না ৷ ওরা বলছে 400 পার ৷ 200ও পার হবে না ৷ ইসবার হোগা পগারপার ৷"

তিনি জাতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জোটে আছেন বলে আজ ফের জানিয়ে দেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "বাংলায় কোনও ইন্ডিয়া জোট নেই ৷ তাই ভোট নিয়ে কাটাকুটি করবেন না ৷ কংগ্রেস আর সিপিএম মিলে বিজেপির টাকায় ভাবছে একটু ভোট কাটি ৷ তাহলে ওদের লাভ হবে ৷ এটা করবেন না ৷ কংগ্রেস ও সিপিএমকে একটাও ভোট দেবেন না ৷ বাংলায় ইন্ডিয়া জোট নেই ৷ অনেকে আমাকে ভুল বুঝেছে ৷ অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোটে থাকব ৷ আমিই ওটা তৈরি করেছি ৷ আমরা আছি ৷ আমরাই সরকার গড়ব ৷"

আরও পড়ুন:

  1. সরকার গঠনে ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সাহায্য করবে তৃণমূল, দাবি মমতার
  2. প্রসূনের সমর্থনে রাজপথে মমতা, দলীয় প্রার্থীকে জেতাতে হাওড়ায় জমজমাট প্রচার
  3. হীরক-রানি কটাক্ষের পালটা লকেট-রানি, শাহকে জবাব মমতার
Last Updated : May 16, 2024, 3:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details