কলকাতা, 27 ফেব্রুয়ারি: 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের শক্তিবৃদ্ধির বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত কর্মিসভায় বিজেপিকে কটাক্ষও করেন তিনি ৷ পাশাপাশি তাঁর বিরুদ্ধে ছড়ানো গুজবের কড়া জবাবও দিলেন অভিষেক । বললেন, “আমি বেইমান নই । বিজেপিতে যাব না । আমার গলা কেটে দিলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বেরোবে ।”
গত এক বছর ধরে একটি প্রচার চলছিল যে মহারাষ্ট্রে শরদ পাওয়ারকে সরাতে যেভাবে বিজেপি অজিত পাওয়ারকে ব্যবহার করেছিল, বাংলায় তেমনই হবে । কেউ কেউ দাবি করছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন দল গঠনের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন । বৃহস্পতিবার এর জবাব দেন অভিষেক ৷ বলেন, “বাজারে ছড়ানো হচ্ছে, আমি নাকি বিজেপিতে যাচ্ছি, নতুন দল করছি ! জেনে রাখুন, আমি সেই মানুষ নই । মাথা নত করব মানুষের সেবায়, কিন্তু বিজেপির কাছে নয় ।”
উল্লেখ্য, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শুধু বিরোধীদের নয়, দলের একাংশেরও কটাক্ষ করেছেন । কারণ, তাঁকে নিয়ে এই প্রচার বিরোধীদের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একাংশের মুখেও শোনা যাচ্ছিল ৷ এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও নানা মন্তব্য বিভিন্ন মহলে শোনা যাচ্ছিল ৷ রাজনৈতিক মহলের মতে, সেই জল্পনার অবসান ঘটল এদিন অভিষেকের বক্তব্যে ৷
এই নিয়ে তিনি সাংবাদিকদের একাংশকেও কাঠগড়ায় তুলেছেন অভিষেক । সরাসরি নাম না নিয়েই তিনি বলেন, “আমি জানি এসব কারা করছে । তবে এই মঞ্চ থেকে নাম নেব না, কারণ সভার মর্যাদা নষ্ট করতে চাই না ।”