পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

বিজেপিতে যাব না, গলা কেটে দিলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বেরোবে : অভিষেক - ABHISHEK BANERJEE

2026 সালের বিধানসভা নির্বাচনে সর্বশক্তি দিয়ে ঝাঁপানোর বার্তা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ৷

ABHISHEK BANERJEE
অভিষেক বন্দ্যোপাধ্যায় (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2025, 4:16 PM IST

কলকাতা, 27 ফেব্রুয়ারি: 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের শক্তিবৃদ্ধির বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত কর্মিসভায় বিজেপিকে কটাক্ষও করেন তিনি ৷ পাশাপাশি তাঁর বিরুদ্ধে ছড়ানো গুজবের কড়া জবাবও দিলেন অভিষেক । বললেন, “আমি বেইমান নই । বিজেপিতে যাব না । আমার গলা কেটে দিলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বেরোবে ।”

গত এক বছর ধরে একটি প্রচার চলছিল যে মহারাষ্ট্রে শরদ পাওয়ারকে সরাতে যেভাবে বিজেপি অজিত পাওয়ারকে ব্যবহার করেছিল, বাংলায় তেমনই হবে । কেউ কেউ দাবি করছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন দল গঠনের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন । বৃহস্পতিবার এর জবাব দেন অভিষেক ৷ বলেন, “বাজারে ছড়ানো হচ্ছে, আমি নাকি বিজেপিতে যাচ্ছি, নতুন দল করছি ! জেনে রাখুন, আমি সেই মানুষ নই । মাথা নত করব মানুষের সেবায়, কিন্তু বিজেপির কাছে নয় ।”

উল্লেখ্য, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শুধু বিরোধীদের নয়, দলের একাংশেরও কটাক্ষ করেছেন । কারণ, তাঁকে নিয়ে এই প্রচার বিরোধীদের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একাংশের মুখেও শোনা যাচ্ছিল ৷ এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও নানা মন্তব্য বিভিন্ন মহলে শোনা যাচ্ছিল ৷ রাজনৈতিক মহলের মতে, সেই জল্পনার অবসান ঘটল এদিন অভিষেকের বক্তব্যে ৷

এই নিয়ে তিনি সাংবাদিকদের একাংশকেও কাঠগড়ায় তুলেছেন অভিষেক । সরাসরি নাম না নিয়েই তিনি বলেন, “আমি জানি এসব কারা করছে । তবে এই মঞ্চ থেকে নাম নেব না, কারণ সভার মর্যাদা নষ্ট করতে চাই না ।”

এদিন অভিষেকের মুখে শোনা গিয়েছে শুভেন্দু অধিকারী ও মুকুল রায়ের প্রসঙ্গও ৷ তিনি বলেন, “শুভেন্দু, মুকুলের মতো বেইমানদের আমিই চিহ্নিত করেছিলাম । আগামীতেও কেউ দলের বিরুদ্ধে বিদ্রোহ করলে তাদের মুখোশ আমি নিজেই খুলব ।”

পাশাপাশি কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকারের সমালোচনাও করেন অভিষেক ৷ পাশাপাশি রাজ্য সরকারেরও প্রশংসা করেন ৷ তিনি দাবি করেন, কেন্দ্র 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা আটকে রেখেছে । কিন্তু রাজ্য সরকার কথা রেখেছে, সেই অর্থ পৌঁছে দিয়েছে মানুষের হাতে । লক্ষ্মীর ভাণ্ডার থেকে পথশ্রী, প্রতিটি প্রকল্প সফলভাবে রূপায়িত করেছে রাজ্য ।

সন্দেশখালি থেকে আরজি কর, বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে তিনি বলেন, “বাংলাকে গোটা দেশে অপমানিত করার চেষ্টা হয়েছে ৷ কিন্তু বাংলার মানুষ 2024-এর লোকসভা ভোটেই তার যোগ্য জবাব দিয়েছেন । এখনও ষড়যন্ত্র চলছে, কিন্তু বিজেপি যত কুৎসা ছড়াবে, তত ধাক্কা খাবে ।”

2026 সালের লক্ষ্যমাত্রা স্থির করে অভিষেক বলেন, “আমাদের 215-এর বেশি আসন জিততেই হবে । এক ছটাক জমিও বিজেপি-সিপিএম-কংগ্রেসকে ছাড়ব না । আমরা একাই লড়াই করব ও আরও শক্তিশালী হয়ে ফিরব ।” এই সভার মাধ্যমে স্পষ্ট, তৃণমূল এবার 2026-এর লড়াইয়ে সর্বশক্তি নিয়ে ঝাঁপাচ্ছে । অভিষেক-মমতার ঐক্যবদ্ধ বার্তা ও সংগঠনের কৌশল রাজ্য রাজনীতিতে বড় প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল ।

ABOUT THE AUTHOR

...view details