মস্কো, 23 মার্চ: ক্রোকাস সিটি হলে সন্ত্রাসবাদী হামলায় জড়িত থাকার অভিযোগে 11 জনকে আটক করল রাশিয়ার গোয়েন্দা সংস্থা ৷ এর মধ্যে চার জন সন্ত্রাসবাদী রয়েছে বলেও তারা দাবি করেছে ৷ রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)-কে উদ্ধৃত করে এমনই রিপোর্ট প্রকাশ্যে এনেছে সে দেশের সংবাদ সংস্থা ৷ শনিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থার লাগাতার অভিযানে ফলে ক্রোকাস সিটি হলে সন্ত্রাসবাদী হামলায় সরাসরি অংশগ্রহণকারী চার সন্ত্রাসবাদী-সহ মোট 11 জনকে আটক করা হয়েছে ৷ সন্ত্রাসবাদী হানায় মদতকারীদের সনাক্ত করতে এবং হামলার সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে তদন্ত করছে সে দেশের গোয়েন্দা সংস্থা ৷
রাশিয়ার নিরাপত্তা পরিষেবা (এফএসবি) সংস্থার প্রধান আলেকজান্ডার বোর্টনিকভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন, ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগে 11 জনকে আপাতত আটক করা হয়েছে। রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যমের খবর অনুসারে, শুক্রবার মস্কোর কাছে ক্রোকাস কমপ্লেক্সে হামলার ঘটনায় এদের আটক করা হয়েছে। ক্রেমলিনের তরফে জানিয়েছে, আটকদের মধ্যে ক্রোকাসে সন্ত্রাসী হামলার সঙ্গে সরাসরি জড়িত চারজন সন্ত্রাসীও রয়েছে ৷ অন্যদিকে, রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন এবং রাশিয়ান ফেডারেশনের জনগণ ও সরকারের প্রতি সমবেদনাও জানিয়েছেন ৷ রাষ্ট্র সংঘের ডেপুটি মুখপাত্র দ্বারা প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, মস্কোর বাইরে একটি কনসার্ট হলে সন্ত্রাসবাদী হামলার ঘটনার কড়া ভাষায় নিন্দা করেছেন মহাসচিব ৷ সন্ত্রাসী হামলার ঘটনায় অন্তত 90 জনের মৃত্যু হয়েছে ৷ আহত প্রায় দেড়শো।