জেনেভা, 27 ফেব্রুয়ারি: রাষ্ট্রসংঘে ফের পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগল ভারত ৷ রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের 58তম অধিবেশনের সপ্তম বৈঠকে পাকিস্তানকে 'ব্যর্থ রাষ্ট্র' বলে খোঁচা দিয়ে নিজেদের ব্যর্থতার দিকে নজর দিতে বলল নয়াদিল্লি ৷
পাকিস্তান আন্তর্জাতিক সাহায্যের উপর নির্ভর করে টিকে থাকা একটি 'ব্যর্থ রাষ্ট্র'। জেনেভায় রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের বৈঠকে এমনই মন্তব্য করেন ভারতের প্রতিনিধি ৷
রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি ক্ষিতিজ ত্যাগী বলেন, "পাকিস্তানের নেতা এবং প্রতিনিধিরা তাদের সেনার নির্দেশে মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছেন ৷ যা অত্যন্ত দুঃখজনক ৷ পাকিস্তান ও আইসিকে তাদের মুখপাত্র হিসেবে ব্যবহার করে উপহাস করছে । এটা দুর্ভাগ্যজনক যে, একটি ব্যর্থ দেশের জন্য বৈঠকের সময় নষ্ট হচ্ছে । ওরা তো আন্তর্জাতিক সাহায্য নিয়ে বেঁচে রয়েছে ।”
তাঁর কথায়, "ভারত গণতন্ত্রের অগ্রগতি এবং দেশের জনগণের মর্যাদা নিশ্চিত করার দিকে মনোনিবেশ করে। এই মূল্যবোধগুলি থেকে শিক্ষা নিলে পাকিস্তান ভালো করবে।" তীব্র প্রতিক্রিয়ায় পাকিস্তানের বক্তব্য এদিন ছত্রে ছত্রে খণ্ডন করেন ত্যাগী ৷
এর আগে জেনেভা বৈঠকে পাকিস্তানের আইনমন্ত্রী আজম নাজির অভিযোগ করেন, জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে । এর উত্তর দিতে দিয়ে ভারতের স্থায়ী প্রতিনিধি জানান, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ সর্বদা ভারতের অংশ। একই সঙ্গে এই অঞ্চলগুলির অগ্রগতি নিজেরাই স্পষ্ট করে দিয়েছে ৷
তাঁর কথায়, "জম্মু-কাশ্মীর এবং লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সর্বদা ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং তাই থাকবে। গত কয়েক বছরে জম্মু-কাশ্মীরে ব্যাপক রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক অগ্রগতি হয়েছে ৷ এই সাফল্যগুলি কয়েক দশক ধরে পাক মদতপুষ্ট সন্ত্রাসের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার পরও স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সরকারের প্রতিশ্রুতির প্রতি জনগণের আস্থার প্রমাণ।"
তিনি আরও বলেন, "পাকিস্তান এমন একটি দেশ, যেখানে মানবাধিকার লঙ্ঘন, সংখ্যালঘুদের নিপীড়ন এবং গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় হয় এবং যারা রাষ্ট্রসংঘের চিহ্নিত সন্ত্রাসীদের আশ্রয় দেয় ৷ সেই পাকিস্তানের অন্য কাউকে জ্ঞান দেওয়ার জায়গায় নেই ৷"