লন্ডন, 6 ফেব্রুয়ারি: মারণ রোগ বাসা বেঁধেছে রাজা তৃতীয় চার্লসের শরীরে ৷ সোমবার সোশাল মিডিয়ায় একটি পোস্টে এই কথা জানিয়েছে বাকিংহাম প্যালেস ৷ এই বিবৃতিতে জানানো হয়েছে, এটি প্রস্টেট ক্যানসার নয় ৷ তবে সম্প্রতি প্রস্টেটের চিকিৎসা চলছিল রাজার ৷ সেই সময়ই এই ক্যানসার ধরা পড়ে ৷ মাত্র 6 মাস আগে রাজা তৃতীয় চার্লস ব্রিটেনের সিংহাসনে আরোহণ করেন ৷ এদিকে বিশ্বজুড়ে বিভিন্ন রাষ্ট্রনেতারা রাজা তৃতীয় চার্লসের দ্রুত আরোগ্য কামনা করেছেন ৷ তাঁদের মধ্যে অন্যতম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি এই বার্তা দিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷
যদিও ঠিক কী ধরনের ক্যানসার হয়েছে তৃতীয় চার্লসের, তা বাকিংহাম প্য়ালেস স্পষ্ট করে জানায়নি ৷ এই অবস্থায় 75 বছর বয়সি রাজা তৃতীয় চার্লসের চিকিৎসা শুরু হয়েছে ৷ রাজা কিন্তু মনের দিক দিয়ে একেবারে চাঙ্গা আছেন ৷ খুব শীঘ্রই তিনি জনসাধারণের কাছে ফিরবেন, ওই বিবৃতিতে জানানো হয়েছে ৷
আপাতত এই শারীরিক অবস্থায় বেশকিছু কর্মসূচি বাতিল করতে হয়েছে রাজাকে ৷ তা সত্ত্বেও তিনি দেশের কাজকর্ম দেখবেন ৷ জানুয়ারি মাসের শেষে প্রস্টেটজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজা তৃতীয় চার্লস ৷ এরপর 29 জানুয়ারি তিনি হাসপাতাল থেকে বাড়ি ফেরেন ৷ আর এর এক সপ্তাহের মাথায় বাকিংহাম প্যালেস রাজা তৃতীয় চার্লসের ক্যানসার হওয়ার কথা ঘোষণা করল ৷