পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'বৃত্ত রহস্য'তে কীভাবে জড়িয়ে পড়লেন ওম ও প্রিয়াঙ্কা? - BRITTO RAHASYA

শীঘ্রই শুরু হতে চলেছে 'বৃত্ত রহস্য' ছবির শুটিং । এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে ওম সাহানি ও প্রিয়াঙ্কা সরকারকে ৷ পরিচালক তাপসী রায় ৷

Britto Rahasya
ওম সাহানির সঙ্গে বৃত্ত রহস্যের সমাধানে প্রিয়াঙ্কা সরকার (নিজস্ব ছবি)

By ETV Bharat Entertainment Team

Published : Feb 27, 2025, 3:41 PM IST

কলকাতা, 27 ফেব্রুয়ারি: বড় পর্দায় জুটি বাঁধছেন ওম সাহানি এবং প্রিয়াঙ্কা সরকার । আসছে তাঁদের নতুন বাংলা ছবি 'বৃত্ত রহস্য' । নবীন পরিচালক তাপসী রায়ের হাত ধরে প্রথমবার রুপোলি পর্দায় একসঙ্গে দেখা যাবে ওম এবং প্রিয়াঙ্কাকে ।

শীঘ্রই শুরু হবে 'বৃত্ত রহস্য' ছবির শুটিং । মুখ্য ভূমিকায় ওম সাহানি, প্রিয়াঙ্কা সরকার ছাড়াও এই ছবিতে রয়েছেন শাশ্বতী গুহ ঠাকুরতা, লাবণী সরকার, দেবলীনা দত্ত, অলিভিয়া সরকার প্রমুখ ।

'বৃত্ত রহস্য' ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন ওম সাহানি (নিজস্ব ছবি)

আলেখ্য তলাপাত্রর গল্পে এই ছবির পরিচালনার দায়িত্বে আছেন তাপসী রায় । তাপসী এর আগে বিজ্ঞাপনী ছবি, মিউজিক ভিডিয়ো, শর্ট ফিল্ম বানিয়েছেন ৷ তবে এই প্রথম তিনি কোনও পূর্ণ দৈর্ঘের ছবি অর্থাৎ ফিচার ফিল্ম বানাচ্ছেন । 28 ফেব্রুয়ারি থেকে কলকাতা ও উত্তরবঙ্গের নানা জায়গায় ছবির শুটিং হবে বলে জানিয়েছেন পরিচালক ।

'বৃত্ত রহস্য' ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার (নিজস্ব ছবি)

এই সিনেমার গল্প শুধুমাত্র একটি ফিকশন নয়, বরং আমাদের চিন্তা ও অনুভূতিগুলোকে এক নতুন জগতে নিয়ে যায় । এখানে বৃত্ত সময়ের প্রতীক, যা কখনও শেষ হয় না । জীবন, সময় বা অভিজ্ঞতা সবই একটি চক্রের মতো ফিরে ফিরে আসে অবিরাম । আর এই সময় বা কালচক্রে লুকিয়ে আছে রহস্য । বলা ভালো অজানা রহস্য । সেই রহস্যের সমাধান হবে ছবিতে ।

'বৃত্ত রহস্য' ছবিতে অভিনয় করছেন অলিভিয়া সরকার (নিজস্ব ছবি)

পরিচালক তাপসী রায়ের কথায়, "এই ছবিতে এমন কিছু বিষয় আছে যা বর্তমান বিজ্ঞান বা প্রযুক্তির একেবারে বাইরে । আমরা এখানে আধুনিক প্রযুক্তি, স্পেশাল এফেক্ট আর সিনেমাটোগ্রাফির সাহায্যে কল্পনা ও বাস্তবতার সীমা ভেঙে একটা নতুন অভিজ্ঞতা সৃষ্টির চেষ্টা করছি ।"

'বৃত্ত রহস্য' ছবিতে থাকছেন শাশ্বতী গুহ ঠাকুরতা (নিজস্ব ছবি)

চলতি বছরের শেষে ছবিটি প্রেক্ষাগৃহে রিলিজ করতে চান পরিচালক । 'আলেখ্য তলাপাত্র প্রোডাকশন্স'-এর ব্যানারে আসছে এই ছবিটি । ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে অভিনেতাদের লুক । যেখানে প্রত্যেকেই বেশ চমকে দিয়েছেন দর্শককে ।

'বৃত্ত রহস্য' ছবিতে রয়েছেন দেবলীনা দত্ত (নিজস্ব ছবি)
প্রকাশ্যে 'বৃত্ত রহস্য' ছবিতে অভিনেত্রীদের লুক (নিজস্ব ছবি)

ABOUT THE AUTHOR

...view details