পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'গ্রিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল'- এ জায়গা পেল 'কারণ গ্রিস আমাদের দেশ না'

গ্রিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হতে চলেছে পরিচালক সুদীপ্ত লাহার নতুন ছবি ৷ উচ্ছ্বসিত ছবির পুরো কলাকুশলীরা ৷

Etv Bharat
গ্রিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে বাংলা ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 26, 2024, 12:08 PM IST

কলকাতা, 26 নভেম্বর: 'গ্রিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল'-এ প্রদর্শিত হবে বাংলা ছবি 'কারণ গ্রিস আমাদের দেশ না' অথবা 'ব্লু-ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট'। সামাজিক মাধ্যমে পরিচালক জানিয়েছেন, "অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের সিনেমা 'কারণ গ্রিস আমাদের দেশ না' অথবা 'ব্লু-ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট' গ্রিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে মনোনয়ন পেয়েছে। আমরা খুশি ও সম্মানিত। টিমের সকল সদস্যকে অভিনন্দন।" সুদীপ্ত লাহা পরিচালিত প্রথম ফিচার ফিল্ম এটি।

পরিচালক বলেন, "আমার মনে হয় শুধুমাত্র গল্প নয়, মানুষকে আকর্ষণ করে এথিকাল ও মরাল ডিলেমার মধ্যে দিয়ে যাওয়া কোনও ব্যক্তি বিশেষের অবস্থান এবং পারিপার্শ্বিক সবকিছুর প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি। সিনেমাটা কতটা 'ভালো' সেটার থেকেও আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ একটা সম্পূর্ণ ম্যানিপুলেশান বর্জিত সিনেমা বানানো। তাই সিনেমায় কোনওরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়নি। বেশিরভাগ সিনের মাঝে কোনও কাট নেই এবং ক্লোজ শটের ব্যবহার প্রায় নেই বললেই চলে।" জানা গিয়েছে ওয়ান টেক-এ শট হয়েছে প্রত্যেকটি দৃশ্যের। মাত্র সাতদিনে ছবিটির কাজ শেষ করেছেন পরিচালক ।

সিনেমাতে অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত একজন হতাশাগ্রস্ত চিত্র পরিচালকের ভূমিকায় অভিনয় করছেন। দিদির বাড়িতে সিনেমার শুটিং করতে গিয়ে এক চিত্রকরের সঙ্গে তার আলাপ হয়। শিল্প নিয়ে চিন্তা এবং সংশয় পরিচালকের মনের ওপর প্রভাব ফেলে। পরিচালক জানতে পারে যে সেই চিত্রকরের এখনও অবধি কোনও ছবি প্রদর্শিত বা বিক্রি হয়নি। সেই পরিচালক তার সিনেমার নায়ক আর প্রোডিউসারের সাহায্য নিয়ে চিত্রকরের জন্য একটা আর্ট গ্যালারিতে প্রদর্শনীর ব্যবস্থা করতে উদ্যত হয়।

দিদির ভূমিকায় তনুশ্রী চক্রবর্তী, চিত্রকরের ভূমিকায় কমলেশ্বর মুখোপাধ্যায়। অনিন্দ্যর সিনেমার নায়ক গৌরব চট্টোপাধ্যায়, নায়িকা রাজেশ্বরী পাল এবং প্রোডিউসারের ভূমিকায় কৌশিক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন পার্থসারথী। ছবির কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন সুদীপ্ত লাহা। ক্যামেরায় উত্তরণ দে। সম্পাদনায় অনির্বাণ মাইতি ৷

ABOUT THE AUTHOR

...view details