মুম্বই, 8 ফেব্রুয়ারি: মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে আবারও রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ৷ 2023 সালের এপ্রিল মাস থেকে চলতি অর্থবর্ষে টানা ষষ্ঠবার 6.5 শতাংশেই থাকল রেপো রেট ৷ বৃহস্পতিবার রেপো রেট অপরিবর্তিত রাখার কথা ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস ৷
2022 সালের মে থেকে পরপর ছয়টি হারে 250 বেসিস পয়েন্টে রেপো রেট বৃদ্ধি পেয়েছিল ৷ এরপরে আরবিআই সর্বশেষ 2023 সালের ফেব্রুয়ারিতে রেপো রেট 6.5 শতাংশে বাড়িয়েছিল । তারপর থেকে রেপো রেট অপরিবর্তিত রয়েছে ৷ আরবিআইয়ের এই সিদ্ধান্তের ফলে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি মূলত ঋণের হারে স্বস্তি পাবে । রেপো রেট হল, সেই সুদের হার যেখানে আরবিআই অন্যান্য ব্যাংককে ঋণ দেয় ।
গত সপ্তাহে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2024-25 অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন ৷ তারপর মনিটরি পলিসি কমিটির (মুদ্রানীতি নির্ধারণ) প্রথম দ্বিমাসিক সভা ছিল বৃহস্পতিবার ৷ এই বৈঠকের পর আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেন, "বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । খাদ্যপণের দাম ওঠানামা করছে ৷ যার প্রভাব পড়ছে মুদ্রাস্ফীতির উপর ৷ তাই রেপো রেট না বাড়ানোর সিদ্ধান্ত ।"