পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

চলতি অর্থবর্ষে টানা ষষ্ঠবার, রেপো রেট 6.5 শতাংশে অপরিবর্তিত রাখল আরবিআই

Repo Rate Unchanged: মুদ্রাস্ফীতিতে রাশ টানতে টানা ষষ্ঠবারের জন্য রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই ৷ মনিটরি পলিসি কমিটির দ্বিমাসিক সভার পর এমনটাই জানিয়েছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস ৷

RBI
আরবিআই

By ETV Bharat Bangla Team

Published : Feb 8, 2024, 2:18 PM IST

মুম্বই, 8 ফেব্রুয়ারি: মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে আবারও রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ৷ 2023 সালের এপ্রিল মাস থেকে চলতি অর্থবর্ষে টানা ষষ্ঠবার 6.5 শতাংশেই থাকল রেপো রেট ৷ বৃহস্পতিবার রেপো রেট অপরিবর্তিত রাখার কথা ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস ৷

2022 সালের মে থেকে পরপর ছয়টি হারে 250 বেসিস পয়েন্টে রেপো রেট বৃদ্ধি পেয়েছিল ৷ এরপরে আরবিআই সর্বশেষ 2023 সালের ফেব্রুয়ারিতে রেপো রেট 6.5 শতাংশে বাড়িয়েছিল । তারপর থেকে রেপো রেট অপরিবর্তিত রয়েছে ৷ আরবিআইয়ের এই সিদ্ধান্তের ফলে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি মূলত ঋণের হারে স্বস্তি পাবে । রেপো রেট হল, সেই সুদের হার যেখানে আরবিআই অন্যান্য ব্যাংককে ঋণ দেয় ।

গত সপ্তাহে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2024-25 অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন ৷ তারপর মনিটরি পলিসি কমিটির (মুদ্রানীতি নির্ধারণ) প্রথম দ্বিমাসিক সভা ছিল বৃহস্পতিবার ৷ এই বৈঠকের পর আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেন, "বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । খাদ্যপণের দাম ওঠানামা করছে ৷ যার প্রভাব পড়ছে মুদ্রাস্ফীতির উপর ৷ তাই রেপো রেট না বাড়ানোর সিদ্ধান্ত ।"

অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংক 2024-25 আর্থিক বছরে 7 শতাংশ জিডিপি বৃদ্ধির হার অনুমান করেছে, যা চলতি অর্থবর্ষে 7.3 শতাংশ অনুমান করা হয়েছিল । আরবিআই গভর্নর বলেন, "গ্রামীণ চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, শহুরে ব্যয় বেড়েছে ৷ বেসরকারি বিনিয়োগে পুনরুজ্জীবনের লক্ষণ রয়েছে ।"

2024-25 সালে জিডিপি 7 শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে অনুমান করা হয়েছে ৷ জুন এবং সেপ্টেম্বর কোয়ার্টারের বৃদ্ধি ছিল যথাক্রমে 7.2 শতাংশ এবং 6.8 শতাংশ । ডিসেম্বর এবং মার্চ কোয়ার্টারে বৃদ্ধির হার অনুমান করা হয়েছে যথাক্রমে 7 শতাংশ এবং 6.9 শতাংশ ৷ শক্তিকান্ত দাস বলেন, অভ্যন্তরীণ অর্থনৈতিক কার্যকলাপ শক্তিশালী রয়ে গিয়েছে এবং এনএসওর অনুমান অনুযায়ী, চলতি আর্থিক বছরে জিডিপি বৃদ্ধির হার 7.3 শতাংশ তাকবে । 2023-24 জিডিপি বৃদ্ধির গতি 2024-25 অর্থবর্ষে অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে ৷"

আরও পড়ুন:

  1. বুধে সামান্য বাড়ল স্টক সূচক, বিনিয়োগকারীদের নজরে আরবিআই মনেটরি পলিসি বৈঠক
  2. বাড়ছে না ইএমআইয়ের খরচ, চলতি আর্থিক বছরে জিডিপি বৃদ্ধির অনুমান বাড়িয়ে 7% করল রিজার্ভ ব্যাংক
  3. মুদ্রাস্ফীতি কমানোই মূল লক্ষ্য, চড়া সুদের হার আপাতত বজায় থাকার ইঙ্গিত আরবিআই গভর্নরের

ABOUT THE AUTHOR

...view details