কলকাতা, 1 অক্টোবর: পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট (পিপিএফ অ্যাকাউন্ট) সম্পর্কিত নিয়মে পরিবর্তন করা হয়েছে। আগামী 1 অক্টোবর মঙ্গলবার থেকে পোস্ট অফিসের মাধ্যমে খোলা অ্যাকাউন্টগুলিতে নতুন নিয়ম প্রযোজ্য হতে চলেছে। এর অধীনে, একাধিক পিপিএফ অ্যাকাউন্ট, শিশুদের নামে খোলা অ্যাকাউন্ট এবং এনআরআই পিপিএফ অ্যাকাউন্ট সম্পর্কিত নিয়ম পরিবর্তন করা হয়েছে। তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক...
নাবালকের নামে খোলা পিপিএফ অ্যাকাউন্টে সুদ:
অর্থ মন্ত্রকের মতে, পোস্ট অফিসের মাধ্যমে পরিচালিত ন্যাশনাল সেভিংস স্কিমের অধীনে পিপিএফ অ্যাকাউন্টে অনেক পরিবর্তন করা হয়েছে। এর অধীনে, নাবালকের নামে খোলা পিপিএফ অ্যাকাউন্টে সুদ জমা হতে থাকবে যতক্ষণ না তার বয়স 18 বছর না হয়। এই অ্যাকাউন্টগুলির ম্যাচুরিটির সময়টি তার মেজরিটি অর্জনের তারিখ হিসাবে বিবেচিত হবে। যদি বাবা-মা, দাদু-ঠাকুরমা নাবালকের নামে আলাদা অ্যাকাউন্ট খুলে থাকেন, তাহলে তাতে জমা হওয়া টাকা যেন নির্দিষ্ট সীমা অতিক্রম না করে। যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।