নয়াদিল্লি, 30 অক্টোবর:ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) এপ্রিল-সেপ্টেম্বর সময়ের মধ্যে অভ্যন্তরীণভাবে স্বর্ণের মজুদ 102 টন বাড়িয়েছে। মঙ্গলবার প্রকাশিত তথ্য থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংক বলেছে যে 30 সেপ্টেম্বর, 2024 পর্যন্ত স্থানীয় ভল্টে মোট সোনার পরিমাণ দাঁড়িয়েছে 510.46 টন। এই পরিমাণ 31 মার্চ, 2024 পর্যন্ত 408 টন সোনার চেয়ে বেশি। বৈদেশিক মুদ্রার রিজার্ভের ব্যবস্থাপনায় প্রকাশিত অর্ধ-বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, রিজার্ভ ব্যাঙ্ক চলতি আর্থিক বছরের প্রথমার্ধে 32 টন সোনার রিজার্ভ বাড়িয়েছে। এর ফলে মোট মজুদ বেড়ে দাঁড়িয়েছে 854.73 টন।
ব্রিটেন থেকে ফেরত এসেছে 102 টন সোনা:
গত কয়েক বছর ধরে, ভারত ধীরে ধীরে তার সোনার ভাণ্ডার স্থানীয় ভল্টে স্থানান্তরিত করছে। 2023-24 আর্থিক বছরে, এটি 100 টন সোনা ব্রিটেন থেকে অভ্যন্তরীণ অবস্থানে স্থানান্তর করেছে। এটি ছিল 1991 সালের পর থেকে সবচেয়ে বড় সোনার ফিরিয়ে আনার একটি দৃষ্টান্ত।